শেষ আপডেট: 14th April 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই পয়লা বৈশাখ। আনন্দের দিন, উদযাপনের দিন। নতুন বছরের সূচনা জীবনের পাশাপাশি ব্যবসা-বানিজ্যে উন্নতির সঙ্গেও জড়িত। সুখ ও সমৃদ্ধির জন্য ঠিক কী কী করবেন এই দিনে? জেনে নিন...
১. লক্ষ্মীর ভাঁড় রাখুন ঘরে বা ব্যবসার জায়গায়
পয়লা বৈশাখের সকালে একটি মাটির লক্ষ্মীর ভাঁড় কিনে তাতে প্রতিদিন কিছু টাকা রাখুন। এই ভাঁড় ব্যবসার জায়গায় রাখলে তা আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে বলে মনে করা হয়।
২. শাঁখ পুজো করুন এদিন
কর্মস্থল কিংবা দোকানে শাঁখ পুজো করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় বলে মনে করা হয়। কারণ শাঁখ সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল বলে এটিকে অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়।
৩. ধাতুর কচ্ছপ আনুন ব্যবসার জায়গায়
বাস্তু অনুযায়ী, ধাতব কচ্ছপ প্রতিষ্ঠা করলে ব্যবসায় দ্রুত সাফল্য আসে। আটকে থাকা কাজ সহজে সম্পন্ন হয়।
৪. একাক্ষী নারকেল পুজো
একাক্ষী নারকেলকে পবিত্র বলে মনে করা হয়। সেটি লাল কাপড়ে বেঁধে দোকানে রেখে রোজ ধূপ দেখালে জীবনে আর্থিক স্থিতি আসে।
৫. লক্ষ্মী-গণেশ পুজো
এই দিন অনেকেই দোকানে বা বাড়িতে লক্ষ্মী-গণেশ পুজো করে থাকেন। মনে করা হয়, ব্যবসায়িক উন্নতির জন্য এবং সুখ-সমৃদ্ধি আনতে এই পুজো করা হয়ে থাকে।