শেষ আপডেট: 13th April 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: বাংলা বছরের শেষ ষষ্ঠী হল নীলষষ্ঠী (Neel Sasthi)। উপোস করে সন্তানের মঙ্গলকামনায় চৈত্রমাসের সংক্রান্তির আগের দিনেই মায়েরা পালন করেন এই ষষ্ঠী। আজ রবিবার ১৩ এপ্রিল পড়েছে দেবাদিদেব মহাদেব ও দেবী চণ্ডিকার এই পুজো।
চৈত্রসংক্রান্তির এই তিথিতে সন্তানের মঙ্গলের জন্য (child's well being) পালন করুন কিছু নিয়ম (rituals)৷ সন্তানের জীবন থেকে দূর হবে সব বাধা-বিপত্তি। এই তিথিতে অনেকেই নির্জলা উপোস করেন৷ মহাদেবের (Mahadev) মাথায় জল ঢেলে, নীলের বাতি জ্বালিয়ে তারপর উপোস ভাঙেন৷ মহাদেবের পুজো চৈত্রমাসেই বিশেষ ভাবে করা হয়ে থাকে। অনেককেই তাই এই সারামাস নিরামিষ খান৷
পুজোর আগে এই নিয়মগুলি অবশ্যই মানুন-
১) নীলষষ্ঠীর আগের দিন নিরামিষ খাওয়াই নিয়ম৷
২) দেবাদিদেব মহাদেবের প্রিয় আকন্দ ফুল, ধুতুরা ফুল, নীল অপরাজিতা ফুল বা যে কোনও সাদা ফুল অবশ্যই পুজোর থালায় রাখুন।
৩) নীলের বাতি হিসেবে অনেকে মোমবাতি জ্বালান৷ তবে ভাল হয় যদি মোমবাতির বদলে গাওয়া ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালান৷ ব্যবহার করতে পারেন সর্ষের তেল৷
৪) এই তিথিতে যে মায়েরা উপোস করছেন সন্তানের মঙ্গলকামনায়, তাঁরা ভাত বা ভাতজাতীয় খাবার খাবেন না৷ ময়দার তৈরি খাবার, সাবু খেতে পারেন। অনেকে এই দিনে ফলাহার করেও উপোস শেষ করেন৷