শেষ আপডেট: 28th January 2025 20:06
দ্য ওয়াল ব্যুরো: মৌনী অমাবস্যার বিশেষ তিথি নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। অমাবস্যার মাহাত্ম্য নিয়ে বহু প্রাচীন বিশ্বাস রয়েছে হিন্দুধর্মে। এবছরের মৌনী অমাবস্যা মহাকুম্ভের পবিত্র স্নানের বিশেষ তিথি হিসেবে বিবেচিত হচ্ছে। দেখে নিন এই তিথি কখন শুরু এবং ব্রহ্ম মুহূর্ত ও অমৃত স্নানের সময়।
মৌনী অমাবস্যা ২০২৫ তিথি শুরু ও শেষ সময় (Mauni Amavasya 2025 Tithi)
মৌনী অমাবস্যার তিথি শুরু হবে ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৭:৩২ মিনিটে। এই তিথি শেষ হবে ২৯ জানুয়ারি, বুধবার সন্ধ্যা ৬:০৫ মিনিটে।
ব্রহ্ম মুহূর্ত
২৯ জানুয়ারি ২০২৫, বুধবার ভোর ৫:৩০ মিনিট থেকে ৬:২১ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকবে। এই সময়ের মধ্যে পবিত্র স্নান এবং পূজা-অর্চনা করলে বিশেষ ফলপ্রাপ্তি হবে বলে ধর্মীয় বিশ্বাস।
অমৃত স্নানের শুভ সময়
হিন্দু পঞ্জিকা অনুসারে, ২৯ জানুয়ারি ভোর ৫:২৫ মিনিট থেকে ৬:১৮ মিনিট পর্যন্ত অমৃত স্নানের সময়। এই সময়ে কুম্ভ স্নান করলে পূণ্যলাভের সম্ভাবনা সবচেয়ে বেশি।
ত্রিবেণী যোগের মাহাত্ম্য
মৌনী অমাবস্যায় সূর্য, বুধ, এবং চন্দ্রের বিরল যোগে ত্রিবেণী যোগ তৈরি হচ্ছে। এই যোগ এই তিথিকে আরও পবিত্র করে তুলেছে বলে শাস্ত্রজ্ঞরা দাবি করেন।
তাঁদের মতে, ভক্তদের জন্য এই বিশেষ তিথি শুধু ধর্মীয় আচার পালন নয়, জীবনের নেতিবাচক শক্তি দূর করার একটি সুযোগ বলেও মনে করা হয়। পুণ্যলাভের আশায় মৌনী অমাবস্যায় মহাকুম্ভে ভক্তদের ঢল নামার সম্ভাবনা প্রবল।
[সংবাদটি শুধুমাত্র তথ্যের জন্য। ধর্মীয় বিশ্বাস সকলেরই ব্যক্তিগত বিষয়।]