শেষ আপডেট: 6th March 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের ১৪ মার্চ ঘটতে চলেছে বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ, যা 'ব্লাড মুন' নামেও পরিচিত। গ্রহণের সময় চাঁদের রং লালচে হয়ে ওঠে বলেই একে এই নামে ডাকা হয়। এই বিরল মহাজাগতিক ঘটনাটি হোলি বা দোল উৎসবের দিনে পড়ায় এর ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। তবে, এই গ্রহণ ভারতের আকাশে দেখা যাবে না, কারণ এটি দিনের বেলায় ঘটবে। যদিও দৃশ্যমান না হলেও জ্যোতিষশাস্ত্রে এই গ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে।
চন্দ্রগ্রহণের সময়সূচি (ভারতীয় সময় অনুযায়ী)
- পেনামব্রাল গ্রহণ শুরু: সকাল ৯:২৯
- পূর্ণ গ্রহণ শুরু: বেলা ১১:৫৭
- সর্বোচ্চ গ্রহণ: দুপুর ১২:২৯
- পূর্ণ গ্রহণ শেষ: দুপুর ১:০১
- পেনামব্রাল গ্রহণ শেষ: দুপুর ২:১৭
গ্রহণকালীন শুভ কাজ ও আচার মেনে চলতে পারেন। বিশ্বাস করা হয়, চন্দ্রগ্রহণ মানুষের শক্তি ও আবেগের উপর প্রভাব ফেলে। এই সময় কিছু সহজ আচার মেনে চললে ইতিবাচক শক্তি আকর্ষণ করা যায়।
১. সাদা বা হালকা রঙের পোশাক পরুন
সাদা বা হালকা রঙ শান্তি ও ভারসাম্যের প্রতীক। এই রঙ গ্রহণের সময় ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করে।
২. রুপো বা ব্রোঞ্জের পাত্রে জল পান করুন
রুপো ও ব্রোঞ্জের পাত্রে জল পান করলে শরীর ও মন পরিষ্কার থাকে বলে বিশ্বাস। এই ধাতুগুলির ইতিবাচক কম্পন মানসিক শান্তি বজায় রাখে।
৩. সাদা খাবার দান করুন
দুধ, চাল, চিনি বা নারকেলের মতো সাদা খাবার মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান বা দাতব্য সংস্থায় দান করা খুব শুভ বলে ধরা হয়। এটি নেতিবাচক প্রভাব কমায় ও আশীর্বাদ এনে দেয়। ভারত থেকে এই গ্রহণ দেখা না গেলেও এর আধ্যাত্মিক দিকগুলির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।