শেষ আপডেট: 29th January 2025 17:59
দ্য ওয়াল ব্যুরো: মৌনী অমাবস্যায় (Mauni Amavasya) শাহী কুম্ভ স্নানকে কেন্দ্র করে মহা বিপর্যয় ঘটে গেছে। পদপিষ্ট হয়ে হতাহতের সংখ্যা অনেক। তবে এর পরেও ধর্মপ্রাণ ও উৎসাহী মানুষের উদ্যমে ভাঁটা পড়েনি। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন পরের শাহী স্নানের জন্য। কারণ এর পরেও বাকি রয়েছে আরও দুই শাহী স্নান। সেই সব শাহী স্নানের সময় ও তিথি (Shahi Snan Dates) এই রকম—
হিন্দি বলয়ের পঞ্জিকামতে, বসন্ত পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি সকাল ০৯ টা ১৪ মিনিট থেকে শুরু হয়ে যাবে। পর দিন ৩ ফেব্রুয়ারি সকাল ০৬ টা ৫২ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি। তবে বাংলার অনেক পঞ্জিকার মতে, বসন্ত পঞ্চমীর তিথি ২ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২ টা ২৯ মিনিটে লাগবে। ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা ৫৯ মিনিটে তা শেষ হবে।
অচলা সপ্তমীতে স্নান শাহী স্নানের দিন নয়। তবে এই দিনটিকেও মহা কুম্ভে পবিত্র দিন হিসাবে ধরা হয়। এবং এই দিন স্নান করে পূণ্য লাভ করা যায় বলে শাস্ত্রজ্ঞদের দাবি। অচলা সপ্তমী পালিত হবে ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার। এই দিনটিকে অনেকে রথ সপ্তমীও বলে। স্নানের শুভ মুহূর্ত থাকবে ভোর ৪:৫৬ থেকে সকাল ৬:৪০ পর্যন্ত। সপ্তমী তিথি শুরু হবে ৪ ফেব্রুয়ারি ২০২৫ ভোর ৪:৩৭ মিনিটে এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ২:৩০ মিনিটে।
মাঘী পূর্ণিমার স্নানও শাহী স্নান নয়। তবে এদিন স্নান করেও পূণ্য লাভ করা যায়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাঘ পূর্ণিমার দিনে গঙ্গাস্নান করে ভগবান বিষ্ণু ও শিবের পূজা করলে জন্মজন্মান্তরের পাপ ধুয়ে যায়। একইসঙ্গে, এটি অশ্বমেধ যজ্ঞের সমান ফল প্রদান করে। এই বছর মাঘ পূর্ণিমায় একাধিক শুভ যোগ রয়েছে।
বৈদিক পঞ্জিকা অনুযায়ী: মাঘ পূর্ণিমা তিথি শুরু: ১১ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৫৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে ১২ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:২২ মিনিটে। যেহেতু সনাতন ধর্মে সূর্যোদয়ের পর তিথি গণনা করা হয়, তাই মাঘ পূর্ণিমা ১২ ফেব্রুয়ারি পালিত হবে। এই দিনে চন্দ্রোদয়ের সময়: সন্ধ্যা ৫:৫৯ মিনিট।
মাঘ পূর্ণিমার শুভ যোগ
এই দিনে সৌভাগ্য ও শোভন যোগ রয়েছে। এছাড়াও, অশ্লেষা ও মঘা নক্ষত্রের সংযোগের পাশাপাশি শিববাস যোগও থাকছে। এই বিশেষ যোগে গঙ্গাস্নান করলে অক্ষয় ফল লাভ হয়।
পঞ্জিকা মতে, ব্রহ্ম মুহূর্ত: ভোর ৫:১৯ থেকে ৬:১০ মিনিট পর্যন্ত, বিজয় মুহূর্ত: দুপুর ২:২৭ থেকে ৩:১১ মিনিট পর্যন্ত, গোধূলি মুহূর্ত: সন্ধ্যা ৬:০৭ থেকে ৬:৩২ মিনিট পর্যন্ত, নিশীথ মুহূর্ত: রাত ১২:০৯ থেকে ১:০১ মিনিট পর্যন্ত
শিবরাত্রির দিন মহা কুম্ভে শেষ শাহী স্নান হবে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রির পুজো হয়। এবার তা পড়েছে ২৬ ফেব্রুয়ারি। ওই দিন সকাল ১১:০৮ মিনিট থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮:৫৪ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি। এই সময়ের মধ্যে স্নানকে খুবই গুরুত্ব দেওয়া হয় মহা কুম্ভে। শেষ শাহী স্নান বলে ওই দিন মহা কুম্ভ তথা প্রয়াগরাজে রেকর্ড সংখ্যক জনসমাগম হবে বলে মনে করা হচ্ছে।