শেষ আপডেট: 10th January 2025 20:40
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা অনেক সময় হঠাৎই কিছু জিনিস কুড়িয়ে পাই। বিশেষ করে টাকা বা সোনা পাওয়ার মতো ঘটনা তো অনেকের সঙ্গে হয়েছে। অনেকেই দেখার সঙ্গে সঙ্গে দ্রুত তুলে নিয়ে নিজে ব্যবহার করেন। তবে জ্যোতিষ শাস্ত্র এই অভ্যাস নিয়ে ভিন্ন মত পোষণ করে।
জ্যোতিষ মতে, রাস্তায় পড়ে থাকা টাকা বা সোনা কখনও বাড়িতে নিয়ে আসা উচিত নয়। এগুলি নিজের প্রয়োজনে ব্যবহার করা আরও অশুভ হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, রাস্তায় পাওয়া টাকা বা সোনা দানের জন্য উপযুক্ত স্থান হল মন্দির।
আশেপাশে কোনও মন্দির থাকলে দান বাক্সে তা দান করা উচিত। তবে পুজোর সামগ্রী কিনে তা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। মন্দির না থাকলে কোনও দুঃস্থ ব্যক্তির হাতে এই টাকা বা সোনা তুলে দেওয়া সঠিক।
অনেকে মনে করেন রাস্তায় সোনা বা টাকা পাওয়া সৌভাগ্যের ইঙ্গিত। জ্যোতিষ শাস্ত্র এই মতকে সমর্থন করার সঙ্গে সঙ্গে সতর্কও করে। যতক্ষণ না কুড়িয়ে পাওয়া জিনিস সঠিকভাবে দান করা হচ্ছে, ততক্ষণ তা অশুভ প্রভাব ফেলতে পারে। অন্যের জিনিস নিজের করে নেওয়া সঠিক নয়। তাই দানের মাধ্যমে ভগবানের আশীর্বাদ অর্জন করাই শ্রেয়।