শেষ আপডেট: 18th January 2025 20:19
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির আশপাশে কাক ডাকার ঘটনা কোনও অদ্ভুত বিষয় নয়। কিন্তু অনেক সময় কাক ডাকার বিষয়টি অশুভ সংকেত হিসেবে বিবেচিত হয়। অনেকেই মনে করেন, কাক ডাকছে মানে আমাদের জীবনে কোনও না কোনও পরিবর্তন অনিবার্য। কেউ মানেন, কেউ মানেন না। এটা কি মিথ না সত্যই এমন কিছু হয়?
বাস্তু শাস্ত্র অনুযায়ী, যদি বাড়ির কোনও এক জায়গায় অনেক কাক একত্রিত হয়, তাহলে তা বিপদের লক্ষণ বলে ধরা হয়। এটি হতে পারে কোনও বড় বিপর্যয়ের পূর্বাভাস, যা আপনার বা আপনার পরিবারে ঘটতে পারে। বিশেষ করে, যদি বাড়ির ছাদে কাক ডাকে, তবে তা খারাপ সময়ের আগমনের ইঙ্গিত বলে মনে করা হয়। অনেকের মতে, কাক মৃত্যুর বার্তা নিয়ে আসে।
এছাড়া, যদি কাক কারও উপরে উড়ে এসে পড়ে, তাহলে সেটি অশুভ বলে বিবেচিত হয়। শারীরিক সমস্যা বা আর্থিক ক্ষতির ইঙ্গিত। কিন্তু যদি কাক উড়ন্ত অবস্থায় কোনও মানুষের শরীরের কোনও অংশ স্পর্শ করে, তখন সেটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এবং সামনে অর্থলাভের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়।
যদি কাক কোনও পাত্র থেকে জল পান করে, বা খাবার নিয়ে উড়ে যায়, তাহলে এটি অর্থপ্রাপ্তির লক্ষণ হিসেবে ধরা হয়। দুপুরবেলায় উত্তর বা পূর্ব দিকে কাকের ডাক শোনা শুভ মনে করা হয়।
তবে, অনেকের মতে, যদি কাক বাড়ির কাছাকাছি এসে ডাকতে থাকে, তাহলে সেই দিন কোনও না কোনও খারাপ ঘটনা ঘটে। বিষ্ণুপুরাণ অনুযায়ী, কাককে পূর্বপুরুষের প্রতীক হিসেবে দেখা হয়, যারা নিজেদের উপস্থিতি কাকের মাধ্যমে বোঝায়। অতএব, যদি কাক বাড়িতে আসে, তখন তাকে তাড়ানো উচিত নয়, বরং তাকে কিছু খাওয়াতে পারেন।