শেষ আপডেট: 14th March 2025 10:57
দ্য ওয়াল ব্যুরো: এই বছর দোলের দিন অর্থাৎ আজ পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা ২৬ মিনিট থেকে। যদিও এই গ্রহণ ভারতে থেকে দেখা যাবে না, তবুও পরম্পরা অনুযায়ী এমন কিছু নিয়ম রয়েছে, যা গ্রহণের সময় মেনে চলা উচিত। পাশাপাশি এমন কিছু কাজও আছে, যা গ্রহণের সময় করলে অশুভ প্রভাব থেকে দূরে থাকা যায়।
গ্রহণ চলাকালীন কী করবেন এবং কী করবেন না:
১) দোলের দিনে গ্রহণ পড়ায় অনেকেই ভাবছেন রং খেলা উচিত হবে কি না। যেহেতু এই গ্রহণ ভারতে দেখা যাবে না, তাই নির্ভয়ে যে কোনও সময় রং খেলতে পারেন। এতে কোনও বাধা নেই।
২) এই সময় দরিদ্র ব্যক্তিকে সাধ্যমতো কিছু দান করলে চন্দ্রদেবের আশীর্বাদ পাওয়া যায়। চাইলে বাড়িতেও দরিদ্রসেবা করতে পারেন।
৩) গ্রহণের সময় চন্দ্রমন্ত্র জপ করা খুব শুভ বলে ধরা হয়। এই মন্ত্র জপ করলে মন শান্ত থাকে এবং নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।
৪) পূর্ণিমার পুজো করা যাবে কি না, সেটাও অনেকের মনে প্রশ্ন জাগায়। দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে, তাই তার আগে যে কোনও সময় পূর্ণিমার পুজো করা যায়।
৫) গ্রহণ চলাকালীন তুলসীপাতার ব্যবহার অত্যন্ত শুভ। নিজের কাছে কিছু তুলসীপাতা রাখুন এবং রান্না করা খাবারের উপর তুলসীপাতা দিয়ে ঢেকে রাখুন। আচারজাতীয় খাবারেও তুলসীপাতা রাখলে সেগুলি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না।
৬) গ্রহণের সময় শিবমন্ত্র জপ করলে শুভ ফল মেলে। শিব যেহেতু চন্দ্রকে মাথায় ধারণ করেন, তাই এই সময় শিবপুজো করলে বিশেষ আশীর্বাদ লাভ হয়।
৭) গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় বিশেষ সতর্কতা নেওয়া জরুরি। এই সময় বাইরে না বেরনো এবং ধারালো জিনিস ব্যবহার না করাই ভালো। চেষ্টা করুন, গ্রহণ চলাকালীন না ঘুমোতে। গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করুন।
৮) শুধু গর্ভবতী মহিলারাই নয়, গ্রহণ শেষ হলে প্রত্যেকেরই স্নান করা শুভ। ঘরবাড়িও পরিষ্কার করে নেওয়া উচিত, যাতে নেতিবাচক প্রভাব দূর হয়। গ্রহণের দিন এই নিয়মগুলি মেনে চললে দোল উৎসব যেমন আনন্দময় হবে, তেমনই অশুভ শক্তির প্রভাব থেকেও রক্ষা পাওয়া যাবে।