শেষ আপডেট: 11th March 2025 21:07
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার না শনিবার, দোলযাত্রা আদতে কবে। রাস্তাঘাটে বেরোলেই লোকজন এই প্রশ্ন করছেন। কেউ কেউ আবির কিনতে গিয়ে দোকানদারদেরও জিজ্ঞাসা করে ফেলছেন, দোলটা আদতে কবে! গোটা দেশ যে উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেই উৎসব কবে, পূর্ণিমার পুণ্য তিথিই বা কখন লাগছে। কখন পুজো করতে পারবেন, সমস্ত তথ্য রইল দ্য ওয়ালে।
২০২৫-এর দোল ও হোলি নিয়ে কনফিউশন দেখা দিয়েছে। পঞ্জিকা বলছে, দোল পূর্ণিমার তিথি শুরু হবে ১৩ মার্চ, শুক্রবার সকাল ১০:৩৫ মিনিটে এবং শেষ হবে ১৪ মার্চ বেলা ১২:২৩ মিনিটে।
এই বছর হোলি দু’দিন ধরে পালিত হবে। প্রথম দিনে ১৩ মার্চ হোলিকা দহন অনুষ্ঠিত হবে। যা সাধারণত হোলির আগের রাতে পালিত হয়। বাংলায় আমরা একে ‘ন্যাড়া পোড়া’ বলে থাকি। বিশ্বাস করা হয়, এতে পাপ, লোভ ও হিংসার সমাপ্তি ঘটে। পরের দিন ১৪ মার্চ মূল রঙ খেলার পর্ব।
কোথায় কবে পালিত হবে হোলি?
ভারতের বিভিন্ন অঞ্চলে হোলির উৎসব আলাদা দিনে পালিত হয়। চৈত্র কৃষ্ণ প্রতিপদ তিথি ১৫ মার্চ উদয়ালে থাকায় কিছু জায়গায় সেদিনও হোলি পালন করা হবে। অর্থাৎ, এ বছর একাধিক দিনে দেশজুড়ে রঙের উৎসবে মেতে উঠবেন মানুষ।