শেষ আপডেট: 14th March 2025 10:28
দ্য ওয়াল ব্যুরো: আজ (১৪ মার্চ, শুক্রবার) দোল উৎসব। গোটা বাংলা-সহ সমগ্র দেশ মেতে উঠবে রঙের এই আনন্দময় উৎসবে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমার দিনে এই উৎসব নানা প্রান্তে নানা নামে পালিত হলেও, দোল বা হোলি যেই নামেই ডাকুন না কেন, বসন্তের এই রঙিন উৎসবের আনন্দে সবার মন রঙে রাঙিয়ে ওঠে।
এই উৎসবের ধর্মীয় এবং সামাজিক— দুই দিকই রয়েছে। দোল কেবল রঙের খেলা নয়, বরং একতার বন্ধনে আবদ্ধ হওয়ার এক বিশেষ উপলক্ষ। এই দিনে আমরা একে অপরকে আবির-রঙে রাঙিয়ে, মিষ্টিমুখ করিয়ে রঙিন জীবনের শুভ কামনা করি। তবে অনেকেই হয়তো জানেন না, রং আমাদের জীবনে নানা ভাবে শুভ বা অশুভ প্রভাব ফেলতে পারে। সঠিক রঙের ব্যবহার সৌভাগ্য আনতে পারে, আর ভুল রঙের প্রয়োগ হতে পারে অমঙ্গলজনক। তাই রাশি অনুযায়ী সঠিক রং বেছে নিলেই শুভফল লাভ সম্ভব।
রাশি অনুযায়ী দোলে কোন রং আপনার জন্য শুভ:
মেষ: লাল ও হলুদ রং মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্যের বার্তা আনে।
সিংহ: লাল ও হলুদ রঙে সিংহ রাশির জাতক-জাতিকারা দোলের আনন্দে শুভ ফল লাভ করবেন।
কন্যা: সবুজ ও গোলাপি রং ব্যবহারে কন্যা রাশির ব্যক্তিরা সৌভাগ্যের দেখা পাবেন।
বৃষ: গোলাপি, সবুজ ও নীল রং ব্যবহার করলে বৃষ রাশির ব্যক্তিরা শুভ ফল লাভ করবেন।
মিথুন: সবুজ ও নীল রঙে দোল খেললে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
কর্কট: হলুদ ও লাল রং কর্কট রাশির জন্য বিশেষ শুভ বলে মনে করা হয়।
তুলা: গোলাপি, সবুজ ও নীল রং তুলা রাশির জন্য অত্যন্ত শুভ, এই রঙে রাঙিয়ে তুলুন আপনার দোল উৎসব।
বৃশ্চিক: লাল ও হলুদ রং ব্যবহার করলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা বিশেষ সৌভাগ্যের মুখ দেখবেন।
ধনু: ধনু রাশির জন্যও লাল ও হলুদ রং শুভ এবং সফলতার প্রতীক।
মকর: নীল, সবুজ ও গোলাপি রঙে দোল খেললে মকর রাশির ব্যক্তিরা ইতিবাচক ফল লাভ করবেন।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য নীল, সবুজ ও গোলাপি রং বিশেষ শুভ প্রভাব ফেলে।
মীন: লাল ও হলুদ রং মীন রাশির জন্য সৌভাগ্য বয়ে আনে। তাই রাশি অনুযায়ী সঠিক রং বেছে নিয়ে রাঙিয়ে তুলুন দোল উৎসব। রঙে রঙে ভরে উঠুক আনন্দের দিন, জীবন হয়ে উঠুক সুখ ও সৌভাগ্যের রঙিন মেলবন্ধন।