বাড়িতে বেড়াল এসে আশ্রয় নেয় অনেক সময়। পোষা না হলেও অনেক সময় বাড়ির কোনও কোণে বাচ্চার জন্ম দেয়। বাস্তুশাস্ত্র কী বলছে?
বাড়িতে বেড়ালের জন্ম নিয়ে কী বলছে বাস্তু?
শেষ আপডেট: 16 May 2025 21:00
দ্য ওয়াল ব্যুরো: আমাদের চারপাশের ঘটতে থাকা ঘটনার সরাসরি প্রভাব পড়ে আমাদের জীবনে। তার সবকিছুই বেশ কিছু ইঙ্গিত বহন করে চলে মনে করা হয়। গৃহস্থ বাড়িতে বেড়াল এসে আশ্রয় নেয় অনেক সময়। সেই বেড়াল বাড়ির পোষা না হলেও অনেক সময় বাড়ির কোনও কোণে নিরাপদ জায়গা মনে করে বাচ্চার জন্ম দেয়। বাস্তুশাস্ত্র কী বলছে এই নিয়ে?
বাঙালিরা বেড়ালকে মা ষষ্ঠীর প্রতীক বলে মনে করে। বাড়িতে বেড়ালের সন্তান হওয়া খুবই শুভ বলে মনে করা হয়। সেই বাড়ির জন্য আগামী তিন মাস খুব ভাল সময়। সদস্যদের বিভিন্ন দিক থেকে লাভবান হওয়া শুধু সময়ের অপেক্ষা।
কোন রঙের বেড়াল বাড়িতে বাচ্চার জন্ম দিয়েছে তার ওপরও নির্ভর করে কী ধরনের সুখবর আসতে চলেছে জীবনে।
সোনালি বেড়াল- এটি বাড়ির জন্য কোনও ভাল খবর নিয়ে আসছে বলে মনে করা হয়। এর ফলে বাড়ির সদস্যদের অবস্থার উন্নতি হতে শুরু করে কিছুদিনের মধ্যে। ভাল সময় চললে আরও ভাল কোনও সুযোগ আসতে পারে, সেই দিকে নজর রাখতে পারেন।
খয়েরি বেড়াল- এই বেড়ালের সন্তান প্রসবের সঙ্গে সঙ্গেই আটকে থাকা সমস্ত কাজ থেকে বাধাবিপত্তি সরতে শুরু করে। এছাড়াও বহু দিনের আটকে থাকা টাকা পয়সা পেতে পারেন বাড়ির সদস্যরা।
সাদা বেড়াল- এই বেড়ালের বাচ্চার জন্ম বাড়ির সদস্যদের কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সমস্ত তথ্যের ভিত্তি বাস্তু এবং মানুষের বিশ্বাস। এর প্রভাব ‘দ্য ওয়াল’ নিশ্চিত করে না। তাই কোনও কিছু বিশ্বাস করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।