শেষ আপডেট: 2nd November 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর মাধ্যমেই ফেস্টিভ সিজনে ঢুকে পড়েছি আমরা। এখন পর পর উৎসব। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম বড় উৎসব বা উদযাপনের দিন হল ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর মঙ্গল কামনা করা হয়।
এবছর ভাইফোঁটা পড়েছে দু'দিন ধরে। আজ, শনিবার ও আগামীকাল রবিবার। কোন সময়ে ভাইফোঁটার তিথি শুরু হচ্ছে, কোন সময়ই বা ফোঁটা দেওয়া যাবে, সেবিষয়ে জেনে নেওয়া যাক।
ভাইফোঁটা ২০২৪
এই বছর ভাইফোঁটা শুরু হচ্ছে ২ নভেম্বর সন্ধে ৬টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ড থেকে। দ্বিতীয়া শেষ হচ্ছে ৩ নভেম্বর রাত ৮টা ১৫ মিনিটে।
প্রতিপদ শেষ হচ্ছে আজ অর্থাৎ শনিবার ৬টা ৫৩-এ।
এই মন্ত্রে ফোঁটা দিতে পারেন ভাই বা দাদাকে। আজকাল বোন ফোঁটাও দেওয়া হয়ে থাকে। ভাই শব্দের জায়গায় বোন বলে ফোঁটা দিতেই পারেন। রইল মন্ত্র।
'দ্বিতীয়ায় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা,
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা,
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।'