শেষ আপডেট: 31st January 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: বসন্ত পঞ্চমী (Basant Panchami 2025), যা পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো (Saraswati Puja) নামেই বেশি পরিচিত। শিক্ষার্থীদের কাছে বছরের অন্যতম আনন্দের একটি দিন। জ্ঞান ও শিক্ষার দেবী সরস্বতীর আরাধনার পাশাপাশি এই দিনটি কলকাতায় ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ নামেও জনপ্রিয়। এর পেছনে রয়েছে এক মজার কারণ।
কেন সরস্বতী পুজোকে বলা হয় ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’?
কলকাতায় সরস্বতী পুজোকে ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ বলা হয় কারণ এই দিন তরুণ-তরুণীদের মধ্যে এক বিশেষ আবহ তৈরি হয়। শিক্ষার্থীরা নতুন পোশাকে সেজে ওঠে, বিশেষত হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক পরে পুজো দেখতে বের হয়। বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা, ঘোরা, ছবি তোলা— সব মিলিয়ে এক অন্যরকম উচ্ছ্বাস দেখা যায়।
অনেকের জন্যই এটি প্রথম প্রেমের অনুভূতি প্রকাশের দিনও হয়ে ওঠে। স্কুল ও হোস্টেলগুলোর শিক্ষার্থীরা একত্রিত হয়ে দিনটি উদযাপন করে, যা তাঁদের নিয়মিত একঘেয়ে রুটিন থেকে কিছুটা মুক্তির স্বাদ দেয়। প্রেমের আনুষ্ঠানিক উৎসব ভ্যালেন্টাইন্স ডে ২০২৫ সালে পড়েছে ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার।
তবে তার আগেই শুরু হবে ‘ভ্যালেন্টাইন্স উইক’, যা ৭ ফেব্রুয়ারি রোজ ডে থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পর্যন্ত চলবে। প্রতিটি দিনের একটি বিশেষ থিম থাকবে, যেমন প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে ইত্যাদি, যেখানে প্রেমিক-প্রেমিকারা একে অপরের প্রতি ভালবাসা প্রকাশ করেন। সরস্বতী পুজো তাই শুধু বিদ্যার আরাধনা নয়, এটি বাংলার এক অনন্য সাংস্কৃতিক উৎসব, যেখানে জ্ঞান, প্রেম ও বন্ধুত্ব একসঙ্গে উদযাপিত হয়।