শেষ আপডেট: 6th March 2025 11:58
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের মার্চ মাসে বিশ্বজুড়ে ঘটতে চলেছে দুই মহাজাগতিক ঘটনা — একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ (Lunar And Solar Eclipse)। মাত্র ১৫ দিনের ব্যবধানে এই দুই গ্রহণ ঘটবে। ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও এই ঘটনাগুলোর দিকে নজর থাকবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গ্রহণ সাধারণত অশুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে গ্রহণের সময় ‘সুতক’ পালিত হয়, যখন বিভিন্ন ধর্মীয় ও দৈনন্দিন কাজের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।
তবে মার্চ (March 2025) মাসের দুই গ্রহণই ভারতে দেখা যাবে না, তাই সুতক পালনেরও প্রয়োজন হবে না। প্রথম গ্রহণটি হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এটি ঘটবে ১৪ মার্চ, হোলির দিন। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রামের মতে, এই চন্দ্রগ্রহণ ভারতীয় সময় সকাল ৯টা ২৯ মিনিটে শুরু হয়ে বিকেল ৩টা ২৯ মিনিটে শেষ হবে। তবে এই সময় গ্রহণটি দিনের আলোতেই হবে, তাই ভারত থেকে এটি দেখা যাবে না।
অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা, পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে এটি দেখা যাবে। এরপর ২৯ মার্চ ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই দিনটি পড়েছে চৈত্র অমাবস্যায়। পণ্ডিত কল্কি রামের বক্তব্য অনুযায়ী, এই গ্রহণ শুরু হবে দুপুর ২টা ২০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে।
যদিও এটি অস্ট্রেলিয়া, এশিয়া ও ভারত মহাসাগরের কিছু অঞ্চলে দেখা যাবে, তবে ভারত থেকে এই গ্রহণও দেখা যাবে না। তাই এই ক্ষেত্রেও সুতক পালনের প্রয়োজন হবে না। ফলে মার্চ মাসে ঘটে যাওয়া এই দুই মহাজাগতিক ঘটনা ভারতের আকাশ থেকে দেখা যাবে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এদের কোনও প্রভাব ভারতে পড়বে না, যদিও বিশ্বের কিছু দেশে এগুলি স্পষ্টভাবে দেখা যাবে।