দ্য ওয়াল ব্যুরো: রাহুল দ্রাবিড় ভোট দিতে পারবেন না। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আবার কর্ণটকের ইলেকশন অ্যাম্বাস্যাডর। আর তার নামই কিনা নেই ভোটার তালিকায়।
বেঙ্গালুরু লোকসভা আসনের ভোটার রাহুল দ্রাবিড় ভোটই দিতে পারবেন না। অথচ তার ছবি দিয়েই কর্ণটকে ভোটের প্রচার চালাচ্ছে নির্বাচন কমিশন। আসলে ২০১৮ সালের শেষ দিকে ঠিকানা বদলান রাহুল। ইন্দ্রনগর থেকে চলে আসেন অশ্বত্থনগরে। এরই মধ্যে ২০১৮-র অক্টোবরে কমিশনের কর্মীরা ইন্দ্রনগরে গেলে রাহুলের ভাই বিজয় ফরম ৭ জমা দেন। ফলে রাহুল ও তাঁর স্ত্রী বিজেতার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায়। কিন্তু পরে নতুন ঠিকানা জানিয়ে ফরম ৬ জমা দেননি রাহুল দ্রাবিড়। আর তাতেই সস্ত্রীক রাহুল এবার আর ভোট দিতে পারবেন না।
যিনি একটি রাজ্যের ইলেকশন অ্যাম্বাসাডর তিনিই ভোট দিতে পারবেন না। এনিয়ে নির্বাচন কমিশনকে দোষ দিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে আম আদমি পার্টি।
The Night King brought down The Wall. #ForTheThrone#GameOfThrones pic.twitter.com/7h7jXJuCf2
— AAP (@AamAadmiParty) April 14, 2019