
জাহাজের কন্টেনার দিয়ে তৈরি আস্ত স্টেডিয়াম, বিশ্বকাপের পর আবার খুলেও নেওয়া হবে
সৌরদীপ চট্টোপাধ্যায়
তৈরি বিশাল স্টেডিয়াম। খেলা হবে বিশ্বকাপ (Qatar World Cup 2022)। কিন্তু বিশ্বকাপ হয়ে গেলেই আবার আস্ত স্টেডিয়ামটাকেই নিয়ে যাওয়া হতে পারে অন্যত্র!
গল্পের মত হলেও গল্প নয়। কারণ গোটা স্টেডিয়ামটা বানানো হয়েছে ৯৭৪-টি (Stadium 974) জাহাজের কন্টেনার দিয়ে।
কাতার বিশ্বকাপে উদ্বোধন হতে চলা এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে ‘স্টেডিয়াম ৯৭৪’।
৯৭৪ শুধু স্টেডিয়ামের কন্টেনারের সংখ্যাই নয়। সংখ্যার আরও গুণ আছে। কাতারের আন্তর্জাতিক ফোন করার কোড ‘৯৭৪’। দোহায় একেবারে সমুদ্রের ধারে বানানো এই বিশাল স্টেডিয়ামে বসতে পারেন প্রায় ৪০ হাজার দর্শক। থাকছে অত্যাধুনিক মিডিয়া সেন্টার, ভিআইপি বক্স, লাউঞ্জ, ক্যাফেটেরিয়া সহ সবকিছুই। কিন্তু সবই আসলে কন্টেনারের অন্দরমহলের অদলবদল করে বানানো। কন্টেনারের ভেতরেই বানানো হয়েছে সিঁড়ি, বাথরুম, স্কাইবক্স। স্টেডিয়ামের এ’হেন বিচিত্র রূপেই নাকি ধরা থাকবে কাতারের বাণিজ্যের সুবিশাল ইতিহাস।
কিন্তু বিশ্বকাপের পরেই আর স্টেডিয়ামের কোনো অস্তিত্ব থাকবে না। কাতার বিশ্বকাপের আয়োজকরা জানিয়েছেন, দরকারে স্টেডিয়ামের সব’টাই খুলে অন্য দেশে নিয়ে যাওয়া হতে পারে, প্রয়োজন ও চাহিদা বুঝে। অবস্থানের দিক দিয়ে অত্যন্ত আকর্ষক এই মাঠ কাতারের রাজধানী দোহা বিমানবন্দরের সবচেয়ে কাছে। ফ্যানেদের জন্য থাকছে বিশেষ ভাবে বানানো ফ্যান জোন। ফিফা ও আয়োজক কমিটি জানাচ্ছে, খেলা চলাকালীন পারস্য উপসাগর থেকে ভেসে আসবে শীতল সামুদ্রিক হাওয়া।
এহেন বিচিত্র স্টেডিয়ামেই হতে চলেছে হাইভোল্টেজ কিছু ম্যাচ। খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। সর্বোপরি, ২৮ নভেম্বর এই মাঠেই সুইজারল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল!
শরীর ঢাকা পোশাক পরতে হবে, নইলে ঝক্কি, ব্রিটিশ খেলোয়াড়দের বান্ধবীরা পেলেন কড়া বার্তা