Latest News

কবিতা

“নিঃসীম উদ্যানের অর্কেস্ট্রা”- অভিজিৎ পালচৌধুরী

মৃণালিনী বর্তমান সময়ে যখন করোনার থাবা আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে মানুষের স্বাভাবিক জীবন ও সম্পর্ক, দিনের আলোয় রাস্তাঘাট থেকে খোলা মাঠে অদ্ভুত নিস্তব্ধতার ছায়া, নিউ নর্মাল লাইফে নিজেকে মানিয়ে নিতে বাধ্য মন, ঠিক তখন অন্ধকারের সুর চিরে…

অংশুমান করের কবিতা

ছায়া রহস্যের আর এক নাম হল ছায়া যখন সে ঘনাইছে বনে বনে তখন সে যতটুকু আষাঢ়-শ্রাবণের, ততটুকুই রবীন্দ্রনাথের। আবার গাছের হলে তা যতখানি কাঠবিড়ালির ততখানিই পথিকের। নেতার হলে চলতে হবে তার পিছু পিছু আর, হায়, দলিতের হলে পাপ, মাড়ালেই। শত্রুর হলে…

বাংলা অনুবাদে লকডাউনে লেখা ভারতীয় কবিতা

পৃথিবী জুড়েই এই ক্রান্তিকালে লেখা হচ্ছে কবিতা। লেখা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন ভাষাতেও। কখনও তা ক্ষতের শুশ্রূষার কাজ করছে, কখনও প্রকাশ ঘটাচ্ছে দ্রোহের। ভারতবর্ষের চারটি ভাষার ছ’জন কবির ছ’টি কবিতায় উঠে এল এই সময়ের বিভিন্ন মুখ, অনুভব আর…

রিমি মুৎসুদ্দি’র কবিতা

দ্রোহকাল কখনও কোনো বিশাল পুরুষের হাতে সে ভীমপলাশ দেখিনি, অসমাপ্ত নায়কের হাতে পায়নি আনন্দবুকুল তবুও ওর হাতে শিউলি ফুলের গন্ধ আর বাতাসে প্রব্রজ্যা কোথাও থিতু হতে পারে না ফেরারি হাওয়া কোনো দল, গোষ্ঠী, সঙ্ঘ পারে না জুড়ে রাখতে কোনও বন্ধুতা…

ভোরের কবিতা

চৈতালী চট্টোপাধ্যায় ১ একটু-আধটু মন-রাখা তো ছুঁড়ে দিতে পার। বাঁ-হাতে। চাঁদ সওদাগরের মতো। তারপর,অনেকদিন পর আমরা কোথাও বসে খুব কথা বলব। হয়তো। সেইসব গল্প, যাদের শুরু নেই। শেষও নেই কোনও ২ কাল যদি চলে যাই। আগের মুহূর্তে ঠিক মনে হবে,জীবন…

শ্রুতকীর্তির কবিতা

আকাশকুসুম আজ খুব ভোরবেলা সাইকেলের ঘন্টা শুনেছিলাম। জানি, এই দশতলায় আইসক্রিমগাড়ি, বেলুনওয়ালা, ফিঙেপাখি কিছুই আসেনা । তাও কেন কাঁচের দেওয়াল ভরে গেল, এত হইচই ? করিডরে যে ছেলেটা ঠোঁট এগিয়ে এনেছিল, কেয়ারটেকার উঁকি দিতে অস্ফুটে বলেছিল 'হারামি'…

প্রসূন মজুমদারের কবিতা 

নির্জ্ঞান সমস্ত যাত্রাই দীর্ঘ, দৈবপথ হতে পারে আর সব দৈবপথ হয়ে যেতে পারে যাত্রা।জ্যোৎস্নার মতো মিথ্যাগুলো আমাদের হতস্পৃহ জরার বোতামে দোলে, রাতে যাতে সাজানো সহজ সব জোকারের জারজ সন্তান খরগোশ - কুয়াশা চিরে ছুটে যায়, অপ্রয়োজনের দেশে, হেসে।…

বোকাদের পৃথিবী

পৃথ্বী বসু ১. গাছের একটা পাতা ঝরে গিয়ে শুধুই হাওয়ায় ভাসছে... আর এই দৃশ্যের নির্মমতা টের পাচ্ছে একটা বোকা লোক-- শ্রাদ্ধের কার্ডে ছাপা ওই ছবিটাই যখন চোখের সামনে বারবার ভেসে উঠছে তার ২. মাকড়সার মতো লালা হোক-- আমরাও তো চেয়েছিলাম একদিন…

নতুন কবিতাগুচ্ছ

বেবী সাউ শিকার পোড়া হৃদয়ের ঘ্রাণ নিতে নিতে ছুরি উঁচিয়ে ধরেছি... তোমাকে ততটা আর প্রয়োজন নেই মৃত কফিনের দিকে চোখ রেখে, ধূসর পৃথিবী জেগে ওঠে তার কথা,  ফ্যাসফ্যাসে স্বর কাচঢাকা গাড়িতে চন্দন টিপ খসে যেতে দেখি ফোঁটাফোঁটা গলে পড়ে শব...…

পুনর্নির্মাণ

অঞ্জলি দাশ দূরত্ব সরিয়ে এনেছি কিনা হাত, অন্যজন জানে। আমি শুধু নিজেকে দেখছি শূন্য হাতে, চারপাশ ঘিরে আছে ছাইরঙা মেঘ। এই মেঘ ছায়াতরু, কল্পনাবিলাস... একরোখা কলমের খোলা মুখে তুলে দেয় বৃষ্টিকণা। যে কলম জলের ভাষাকে চেনে, সে যদি বা নদী বয়ে…