Latest News

RCB: আরসিবির প্লে-অফ যেন পড়ে পাওয়া চোদ্দ আনা, ইডেনে খেলবেন শুনে মাঝরাতেও নাচলেন কোহলিরা

on May 22, 2022 - Last Updated May 22, 2022

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ ছিল দিল্লি ও মুম্বইয়ের (DC vs MI) মধ্যে। কিন্তু ম্যাচের টেনশন যতটা না মাঠে ছিল তার থেকেও অনেক বেশি ছিল ড্রেসিংরুমে। বিশেষত, বেঙ্গালুরুর (RCB) ড্রেসিংরুমে। শনিবারের ম্যাচের (IPL 2022) দিকে তাকিয়ে ছিলেন বিরাট, ডু’প্লেসিরা। আইপিএলের প্লে অফে শেষ দল হিসেবে যাওয়ার জন্য অনেক অঙ্কের মুখে পড়তে হয়েছিল বিরাটদের। মুম্বইয়ের জয়ে সেই পথ অনেক সোজা হয়ে গেল বিরাটদের।

ম্যাচের আগে সরাসরি মুম্বইকে সমর্থন করে টুইট করেছিল বেঙ্গালুরু (RCB)। লিখেছিল, ‘আমরা আজ এক পরিবার। আশা করি মুম্বই ইন্ডিয়ান্স দুরন্ত পারফরম্যান্স করে আইপিএল অভিযান শেষ করবে।’ তারপর টিভির সামনে বসে পড়া। ম্যাচ যত এগিয়েছে টেনশন বেড়েছে বেঙ্গালুরু শিবিরে। কিন্তু ম্যাচে যেমন মুম্বই শেষ হাসি হাসল, তেমন খুশির বন্যা বইল বেঙ্গালুরু শিবিরে।

রোহিতদের জয়ে বেঙ্গালুরু শিবিরে মাঝ রাত পর্যন্ত চলল উল্লাস। নাচের তালে পা মেলালেন বিরাট। যোগ দিয়েছিলেন ডু প্লেসি, ম্যাক্সওয়েলরা। যেন যুদ্ধ জয়ের আনন্দ। এক নজরে দেখে নেওয়া যাক সেই উল্লাসের কিছু মুহূর্ত-

 • RCB

  ১/৫

  বিরাটকে দেখা যাচ্ছে সবথেকে বেশি আনন্দিত। নাচলেন তিনি।

 • ২/৫

  তৃপ্তির হাসি। ডু'প্লেসির অধিনায়কত্বে আরসিবির প্লে অফে ওঠা।

 • ৩/৫

  কোলাকুলি। মুম্বইয়ের জয়ের পর গ্লেন ম্যাক্সওয়েল ও বিরাট কোহলির উদযাপন

 • ৪/৫

  নিজস্বী। একই ফ্রেমে কোহলি, ডু প্লেসি ও ম্যাক্সওয়েল।

 • ৫/৫

  জয়ের নাচ। আরসিবি ক্যাম্পে রাতভর চলল এমনভাবেই নাচানাচি।

You might also like