এভাবেই ধরা পড়েছিল রহস্যময় মিল্কিওয়ে গ্যালাক্সি, বিশ্বের সেরা ফটোগ্রাফারদের ক্যামেরায়
(১) ছবিটির নাম ‘মিল্কিওয়ে ওভার পার্কুই ন্যাশিওনাল ডেল টেইডে’। স্পেনের টেনেরাইফে দ্বীপ থেকে তোলা মিল্কিওয়ে। দ্বীপটি মহাকাশ পর্যবেক্ষণ ও ছবি তোলার আদর্শ স্থান। ছবিটি তুলেছেন মেহমেট এরগান।
(২) ছবিটির নাম ‘এলিয়েন এগস‘। আমেরিকার নিউ মেক্সিকোর রহস্যময় ‘ব্যাডল্যান্ডস’ এলাকা থেকে তোলা মিল্কিওয়ে। ছবিটি তুলেছেন ডেবি হেয়ার। ছবিটি ২০১৯ সালের অক্টোবর মাসে তোলা।
(৩) ছবিটির নাম ‘উইন্টার মিল্কিওয়ে‘। ইতালির ডলোমাইটসের মার্মোলাডা এলাকা থেকে ছবিটি তুলেছেন ডঃ নিকোলাস রমেল্ট।
(৪) ছবিটির নাম ‘নাইটমেয়ার‘। পশ্চিম অস্ট্রেলিয়ার নোনা জলের হ্রদ ডাম্বলিয়াং-এর ওপর মিল্কিওয়ের ছবিটি তুলেছেন মাইকেল গহ।(৫) ছবিটির নাম ‘গ্র্যান ফার্মামেন্টো’। অ্যান্টার্কটিকার মারাম্বিও বেস থেকে ছবিটি তুলেছেন জর্গেলিনা আলভারেজ।
(৬) ছবিটির নাম ‘ডেজার্ট নাইট’। আমেরিকার আলাবামা হিলস থেকে ছবিটি তুলেছেন পিটার জেলিঙ্কা। এই আলাবামা হিলস মিল্কিওয়ের ছবি তোলার জন্য ফটোগ্রাফারদের কাছে বিখ্যাত।(৭) ছবিটির নাম ‘অ্যালোন অ্যান্ড টুগেদার ইন দ্য স্টারডাস্ট’। সাহারা মরুভূমি থেকে তুলেছেন মার্কো কারোটেনুটো।
(৮) ছবিটির নাম ‘হেভেনলি থ্রোন’। দক্ষিন পশ্চিম আমেরিকা থেকে ছবিটি তুলেছেন রিয়ান স্মিথ।
(৯) ছবিটার নাম ‘ডাবল আর্চ‘। স্পেনের পিকোস ডে ইউরোপা পর্বতশ্রেণীর ‘লা হারমিডা’ গিরিখাত থেকে বসন্তকালে ছবিটি তুলেছেন পাবলো রুইজ গার্সিয়া।
(১০) ছবিটির নাম ‘ইটারনাল’। হাওয়াই দ্বীপ থেকে ছবিটি তুলেছেন মাইলস মরগ্যান।
(১১) ছবিটির নাম ‘ আ নাইট অ্যাট দ্য কেভ’। মাল্টার ‘তা মারিজা’ গুহা থেকে ছবিটি তুলেছেন স্যাম স্কিলুনা।
(১২) ছবিটির নাম ‘গুড নাইট উটা ‘। আমেরিকার কানাব এলাকা থেকে ছবিটি তুলেছেন জুলিও কাস্ত্রো।
(১৩) ছবিটির নাম ‘বেসক্যাম্প’। ইতালির ডলোমাইটসের ক্যাম্পিং গ্রাউন্ড থেকে ছবিটি তুলেছেন জিউলিও কোবিয়াঞ্চি।
(১৪) ছবিটির নাম’ ‘এনচ্যান্টেড মনাস্ট্রি’। স্পেনের অ্যাভিলা থেকে ছবিটি তুলেছেন র্যামন মর্সিলো।
চিত্র কৃতজ্ঞতা: Capture the Atlas, https://mymodernmet.com/