Latest News

বিশ্বখ্যাত এই ছবিগুলি যেন সময়ের প্রবাহে ইতিহাসের আয়না, বিশেষ করে ৮ নম্বরটি

দ্য ওয়াল ব্যুরো: সময়ের সঙ্গে সঙ্গে বহু পরিবর্তন ঘটে গেছে এ পৃথিবীতে। সময়ে সময়ে উজ্জ্বল হয়ে থেকে গেছে এক একটা উজ্জ্বল মুহূর্ত। সেই সব মুহূর্তদের বন্দি হয়ে পড়াও যেন এক বিস্ময়। সেই বিস্ময়চিত্রগুলিই কালের প্রবাহে থেকে গেছে এক একটা মাইলফলক হয়ে। হয়ে উঠেছে ইতিহাসের এক একটা অধ্যায়। অথবা তাদের মধ্যেই ধরা পড়েছে ইতিহাস। দেখুন পৃথিবীর বিখ্যাত এমনই দশ ছবি।

You might also like