রবীন্দ্রনাথের শশুরবাড়ি, দেখতে হলে যেতে হবে খুলনা জেলার দক্ষিণডিহি গ্রামে
দ্য ওয়াল ব্যুরো: জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে বাংলাদেশের খুলনা (Khulna) জেলার দক্ষিণডিহির গ্রামের ছিল অত্যন্ত নিবিড় সম্পর্ক। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী দিগম্বরীদেবী ছিলেন দক্ষিণডিহির মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) মা সারদাসুন্দরী দেবীও এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন। এমনকি রবীন্দ্রনাথের কাকিমা ত্রিপুরাসুন্দরী দেবীও এই গ্রামেরই মেয়ে ছিলেন।
দক্ষিণডিহি গ্রামেরই বেণীমাধব রায়চৌধুরী ও দাক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী বা ‘ফুলি’র সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ ঠিক হয়েছিল। ফুলির বাবা বেণীমাধব রায়চৌধুরী ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথের সেরেস্তার কর্মচারী। ১২৯০ বঙ্গাব্দের ২৪ অগ্রহায়ণ বিবাহ হয়েছিল রবীন্দ্রনাথ ও ভবতারিণীর মধ্যে। ঠাকুরবাড়ির প্রথা অনুসারে ভবতারিণীর নাম রাখা হয়েছিল ‘মৃণালিনী’। এখন আমরা যাব খুলনা জেলার দক্ষিণডিহি গ্রামে। যেখানে আছে রবীন্দ্রনাথের শশুরবাড়ি।











