Latest News

দেখো সেলফিতে কেমন সুন্দর দেখতে লাগছে আমাদের

দ্য ওয়াল ব্যুরো: হাতে সেলফোন থাকা প্রায় সব মানুষের মধ্যে অল্পবিস্তর সেলফি তোলার প্যাশন আছে। আমরা ভালোবাসি সেলফি তুলতে, দেখতে ও দেখাতে। তাই প্রতিমুহুর্তে, সোশ্যাল মিডিয়ায় আপলোড হচ্ছে লক্ষ লক্ষ সেলফি। কিছু ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার জীবজন্তুদের ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় বসিয়ে এসেছিলেন ক্যামেরা। তাঁদের ক্যামেরায় ধরা পড়েছে জীবজন্তুদের মজাদার কিছু ছবি। তাদের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে, তারা বুঝি আমাদেরই মতো ক্যামেরা হাতে সেলফি তুলেছে।মজাদার ছবিগুলির সঙ্গে আছে মজাদার ক্যাপশন।

আরে আমাকে একটু মুখটা দেখাতে দে। ক্যামেরায় আসছি না তো।

কুকুরগুলোর মুখ দেখো একবার। আমি মাঝখানে আছি বলে ওদের হিংসে হচ্ছে।

সত্যিই তো, আমি যে এত মিষ্টি দেখতে, তা নিজেই জানতাম না।

ছেলেপুলেগুলো কাছাকাছি নেই গিন্নি । এই বেলা সেলফিটা তুলে নিই।

সেলফি তোলার মুড নেই আজকে। তবুও চাইছো যখন তুলে ফেললাম।

আরে গাধা, একটু ক্যামেরার সামনে এগিয়ে আয়। সেলফি তুলতেও জানে না।

ক্যামেরাটা দুই হাতে ধরে সেলফি তুললে, ছবি ভালো আসে। আর কতো শেখাবো।  ভাল্লাগে না।

না ,ওদের সেলফিতে নেবো না। ওরা ভারী হিংসুটে। খালি দলবাজি করে বেড়ায়।

সেলফি তুলবে আমার মতো। ব্যাকগ্রাউন্ড আসা চাই। সেলফিতে শুধু মুখ এলে সবাই আনাড়ি ভাববে।

দুর বাবা।  এই মানুষটা আবার কোথা থেকে চলে এলো। একটু নিশ্চিন্তে সেলফি তোলার উপায় নেই দেখছি। আবার কি রকম হাসছে দেখো।

You might also like