শেষ আপডেট: 24th September 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: সাতের দশকে 'দম মারো দম'-এর সুরে আচ্ছন্ন হয়েছিলেন আসমুদ্রহিমাচলের সিনেপ্রেমীরা। গানের চেয়েও বেশি জনপ্রিয় হয়েছিল দৃশ্যায়ন। নেশায় ডুবে থাকা জিনাত আমন যেন ঝড় তুলেছিলেন। দেখা গেছিল, নেশায় আচ্ছন্ন যুবক-যুবতীরা ঘিরে রয়েছেন তাঁকে। তাঁদের মাঝে নেশার ঘোরে নাচছেন জিনাত। ছবির নাম 'হরে রাম হরে কৃষ্ণ'।
এই 'দম মারো দম' গানের শুটিং বৃত্তান্তই স্মৃতিচারণ করলেন ৭০ বছরের বর্ষীয়ান অভিনেত্রী। লিখলেন, 'আমরা তখন ছবির শুটিংয়ের জন্য কাঠমান্ডুতে ছিলাম। দেবানন্দ চেয়েছিলেন অভিনয় বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। তাই আমাকে বলা হল জেনিসের চরিত্র ফুটিয়ে তুলতে মাদক নিতেই হবে।'
সেদিন জিনাতকে আরও বলা হয়েছিল, মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে, যে তিনি নেশায় চুর হয়ে আছেন। আর সেই কারণেই নিজের বয়সের তোয়াক্কা না করে ছিলিম নিয়ে একটার পর একটা টান দিতে থাকেন জিনাত।
জিনাতের কথায়, 'সেদিনের মতো যখন গানের শুটিং শেষ হল, তখন আমি নেশায় ঘুড়ির মতো আকাশে উড়ছি। তখন আর হোটেলে ফেরার মতো অবস্থা ছিল না। অগত্যা দলের অন্যান্যরা আমাকে গাড়িতে বসিয়ে একটা পুরনো পাহাড়ি এলাকায় নিয়ে যান। পাহাড়ের সামনে দাঁড়াতেই ধীরে ধীরে আমার নেশা কেটে গেল। যেন বাস্তবে ফিরে এলাম।'
বলিউড কাঁপানো অভিনেত্রী তাঁর পোস্টের শেষে জানান এই ঘটনা জানাজানির পর তাঁর মা যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ছেড়ে কথা বলেননি শুটিংয়ের দলের লোককেও। কড়া ভাষায় প্রশ্ন তুলেছিলেন, কী করে একটা বাচ্চা মেয়েকে মাদক খাইয়ে দিতে পারলেন তাঁরা।
কিশোরী বয়সে বলিউডে পা রাখেন জিনাত। তাঁর কাজের পরিসর ছিল বেশ দীর্ঘ। অভিনেত্রী একাধিকবার একাধিক জায়গায় জানিয়েছিলেন, তাঁর ভাবতে ভাল লাগে যে নেশায় আসক্ত একটা চরিত্রেও দর্শক তাঁকে গ্রহণ করেছেন, ভালবেসেছেন।