শেষ আপডেট: 28th September 2024 19:35
দ্য ওয়াল ব্যুরো: লেবাননে ক্রমাগত এয়ারস্ট্রাইক করে বড় সাফল্য পেয়েছে ইজরায়েল সেনা। সোশ্যাল মাধ্যমে তাঁরা দাবি করেছেন, হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে তাঁরা খতম করেছে। আইডিএফ এক্স হ্যান্ডেলে লিখেছে, 'হাসান নাসারাল্লা আর কোনও দিন বিশ্বকে ভয় দেখাতে পারবে না।'
গতকাল অর্থাৎ শুক্রবার রাত থেকেই হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণ বেইরুটে হিজবুল্লার শক্ত ঘাঁটিগুলি লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হানাদারি চালায় ইজরায়েল। যদিও হিজবুল্লার পক্ষ থেকে ইজরায়েলের নাকে ঝামা ঘষে জানিয়ে দেওয়া হয়, নাসরাল্লা নিরাপদে ভালই আছেন। শনিবার আর শেষরক্ষা হয়নি। হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে খতম করেছে ইজরায়েল। আইডিএফ-এর এই দাবি মেনে নিয়েছে লেবাননের গোষ্ঠীও।
৩২ বছর ধরে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতৃত্ব দিয়ে এসেছেন নাসরাল্লা। ইরানের বিপ্লবী গার্ড ১৯৮২ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল। তার পর থেকে এই পর্যন্ত হিজবুল্লাকে একটি অতি শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত করেন নাসরাল্লা।
১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। এর আগে, ইসরাইলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বসূরি আব্বাস আল-মুসাবি।
তাই হিজবুল্লা প্রধানের দায়িত্ব নেওয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেওয়া ছিল হাসান নাসরাল্লার প্রথম কাজ। সে অনুযায়ী ইজরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশও দেন তিনি।
এ হেন নাসরাল্লার মৃত্যু শুধু হিজবুল্লার জন্য নয়, ইরানের জন্যও একটি বিশাল আঘাত হিসেবে দেখা হচ্ছে। কারণ নাসরাল্লার নেতৃত্বেই এই সংগঠনটি মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের প্রভাব ছড়িয়ে দিয়েছে।