শেষ আপডেট: 19th September 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে বাংলাদেশের পেস বোলার হাসান মেহমুদ বল হাতে কার্যত আগুন ধরিয়ে দিয়েছে। তিনি একাই টিম ইন্ডিয়ার টপ অর্ডারের কোমর ভেঙে দেন। কিন্তু, কে এই হাসান মেহমুদ? আসুন, বাংলাদেশের এই তরুণ পেস ব্যাটারির বায়োগ্রাফিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
১৯৯৯ সালে বাংলাদেশের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হাসান মেহমুদ। বাংলাদেশের তরুণ বোলারদের মধ্যে ইতিমধ্যে তিনি একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন। তাঁর বোলিংয়ে গতির পাশাপাশি যথেষ্ট সুইংও রয়েছে।
বাংলাদেশের এই ডানহাতি পেসার ক্রিকেটের তিনটে ফরম্যাটেই টাইগারবাহিনীর হয়ে খেলেছেন তিনি। ২০২১ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে ডেবিউ করেন হাসান। এরপর টেস্ট ব্রিগেডেও তিনি অভিষেক করেন।
বৃহস্পতিবার টেস্ট কেরিয়ারের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছেন হাসান মেহমুদ। ভারতের আগে পাকিস্তানের বিরুদ্ধে ২ টেস্ট ম্যাচের সিরিজে তিনি মোট ৮ উইকেট শিকার করেছিলেন।
চেন্নাই টেস্টেও টিম ইন্ডিয়ার টপ অর্ডারের কোমর ভেঙে দেন বাংলাদেশের এই পেস তারকা। দিনের প্রথম সেশনেই তিনি রোহিত শর্মা (৬), শুভমান গিল (০) এবং বিরাট কোহলির (৬) উইকেট শিকার করেন।
এরপর দ্বিতীয় সেশনেও তাঁর বোলিং তাণ্ডব অব্যাহত ছিল। সেট হয়ে যাওয়া ঋষভ পন্থের (৩৯) উইকেট শিকার করে তিনি টিম ইন্ডিয়াকে কার্যত ব্যাকফুটে ঠেলে দেন।
আপাতত ৭০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান করেছে। শতরানের দিকে এগোচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮০ রানে ব্যাট করছেন তিনি। সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছেন রবীন্দ্র জাদেজা (৫৬)। দিনের অন্তিম সেশনে হাসানের ঝুলিতে আর কোনও উইকেট আসে কি না, সেটাই আপাতত দেখার।