শেষ আপডেট: 6th February 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-এর শেষটা হয়েছিল 'দ্য আর্চিস' দিয়ে। যেখানে শাহরুখ কন্যা সুহানা খান ও বলিউডের শেরশাহ অর্থাৎ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য অভিনয় করেন। ওঁদের নিয়ে ভালোমন্দ সবরকম সমালোচনাই হয়। সুহানা, খুশি কাপুর ও অগস্ত্যর মতো চলতি বছরে বলিউডে পা রাখতে চলেছে বেশ কিছু তারকা সন্তানেরা।
ইব্রাহিম আলি খান
সইফ আলি খান ও অমৃতা সিং-এর সন্তান ইব্রাহিম এবার পা রাখতে চলেছে বলিউডে। করণ জোহারের হাত ধরেই যথারীতি বলিউডে বড় পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর। সারা আলি খানের ভাইয়ের বিপরীতে দেখা যাবে কাজলকে। করণ জোহর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গোপনীয়তা বজায় রেখেই জানিয়েছেন ছবির কথা। করণ জোহর পরিচালিত ছবির নাম হতে পারে, 'সরেজমিন'।
রাশা থাদানি
রবিনা ট্যান্ডন ও স্বামী অনিল থাদানির মেয়ে রাশা থাদানিকে দেখা যাবে অভিষেক কাপুরের পরের ছবিতে। অভিষেক কাপুর 'কেদারনাথ' ছবিটি পরিচালনা করেন। এই ছবিই পরিচালককে পরিচিতি এনে দেয়। ইতিমধ্যেই রাশা তাঁর মা রবিনা ট্যান্ডনের সঙ্গে সংবাদমাধ্যমের সামনে এসেছেন।
আমান দেবগণ
অভিষেক কাপুরের পরের ছবিতে রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানির বিপরীতে দেখা মিলবে আমানের। আমান দেবগণ পরিবারেরই সদস্য। কাকা অজয় দেবগণ ও কাজলের সঙ্গে সংবাদমাধ্যমের সামনে আসতেও দেখা গেছে তাঁকে।
জুনেদ খান
আমির খানের ছেলে জুনেদকে দেখা যেতে চলেছে পরিচালক আদিত্য চোপড়ার পরের ছবি 'মহারাজ'-এ। এছাড়াও চলতি বছরে প্রযোজক হিসেবে আসছেন জুনেদ। ছবির নাম 'প্রিতম পেয়ারে'। শোনা যাচ্ছে বাবা আমির খান এই ছবিতে ক্যামিও চরিত্রে থাকবেন।
শ্যানায়া কাপুর
সঞ্জয় কাপুর ও মহিপ কাপুরের মেয়ে শ্যানায়ার হাতে ইতিমধ্যেই রয়েছে দুটি ছবির অফার। চলতি বছরে করণ জোহারের 'বেধড়ক' ছবির মাধ্যমে বলিউডে আসতে চলেছেন অনন্যা পান্ডের বন্ধু। এছাড়াও একটি মালায়ালাম-তেলেগু ছবিতেও অভিনয় করতে চলেছেন এই তারকা কন্যা।