শেষ আপডেট: 13th October 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রায় বচ্চনে মধ্যে সম্পর্ক নিয়ে জলঘোলা গোটা বলিপাড়ায়। বিচ্ছেদের জল্পনাও তুঙ্গে। দু'জনের সম্পর্কের সমীকরণ ঠিক কোন পর্যায়ে, তা নিয়ে অতীতে একাধিক প্রশ্ন উঠেছে নেটদুনিয়ায়।
সেই সবের মাঝে আবার এমনও প্রকাশ্যে এসেছে এই জুটি নাকি খুব শীঘ্রই বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। তা নিয়ে দম্পতিকে প্রশ্ন করা হলেও, তেমনভাবে মুখ খোলেননি দু'জনের কেউই।
সম্প্রতি বিচ্ছেদের বিষয় নিয়ে সরাসরি অভিষেক বচ্চনকে প্রশ্ন করেছে সংবাদ মাধ্যম। উত্তরে অভিষেক তাঁর হাতে বিয়ের আংটি দেখিয়ে হাসিমুখে বলেছিলেন, 'এখনও তো আমি আমার বিয়ের এই আংটি পরে রয়েছি, তেমন কিছু হলে নিশ্চয়ই খবর পেয়ে যেতেন। মনে হয় না যা কিছু শোনা যাচ্ছে, তা হবেই।'
বিচ্ছেদের সুর বলিউডে ভাসলেও এই দম্পতি কিন্তু দিব্যি একে অপরের সঙ্গে জমিয়ে সংসার করে চলেছেন। তারই আভাস দিলেন অভিনেতা নিজে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে তিনি বলেন, 'আমি যখন রেগে যাই। তখন আমাকে একমাত্র ঐশ্বর্যাই আমাকে শান্ত করতে পারে।'
তিনি আরও বলেন, 'আমি একটুতেই বিরক্ত হয়ে যাই। তাই আমাকে সামলায় ঐশ্বর্যা। ট্রাফিক জ্যামে আটকে গেলে মেজাজ হারিয়ে ফেলি। কিন্তু আমি কখনওই ঐশ্বর্যাকে বিরক্ত হতে দেখি না। আমাকে ও সব সময়ই বলে, 'তোমার কীসের এত রাগ! তোমার চিন্তা করার মত আরও অনেক প্রসঙ্গ রয়েছে। তোমার পরিবার তোমার সঙ্গে আছে, সকলে সুস্থ আছে, এর থেকে বেশি আর কি চাই?'
ঐশ্বর্যার প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বলেন, 'এই কথাটা শুনলেই আমার মেজাজ কিছুটা হলেও শান্ত হয়। ভরসা পাই ওঁর কথায়। আমি প্রতিদিন ওঁর থেকে শিখি। এভাবেই আমাকে ও আগলে রাখে। করোনার সময়ও পুরো পরিবারকে একসঙ্গে আগলে রেখে এভাবেই সকলকে মনোবল যুগিয়ে এসেছেন ঐশ্বর্যা।'