শেষ আপডেট: 8th January 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার কিংবদন্তী উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট টিম ইন্ডিয়ার আগামী অধিনায়ক ইস্যুতে মুখ খুললেন। তাঁর মতে জসপ্রীত বুমরাহকে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক করা একেবারে উচিত হবে না। এই ব্যাপারে তিনি অতিরিক্ত ওয়ার্কলোডের প্রসঙ্গই তুলে ধরেছেন।
পাশাপাশি রোহিত শর্মাকে আগামীদিনে আর টেস্ট ফরম্যাটে দেখতে পাওয়া যাবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে অ্যাডাম গিলক্রিস্ট স্পষ্টই জানালেন, আগামীদিনে লাল বলের ফরম্যাটে যদি বিরাট কোহলিকে আবারও অধিনায়ক করা হয়, তাহলে তিনি একেবারেই অবাক হবেন না।
সম্প্রতি বর্ডার গাভাসকার ট্রফিতে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার ব্যাটন কার হাতে থাকবে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের মতো সিনিয়র ব্যাটাররা এই সিরিজে প্রচন্ড স্ট্রাগল করেছে। শেষপর্যন্ত পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে ১-৩ ব্যবধানে হারতে হয়েছে।
ব্যাটে রানের খরার কারণে রোহিত শর্মা পঞ্চম টেস্ট ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করেন। কিন্তু, তিনি স্পষ্ট করে দেন যে এখনই টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করছেন না। সঙ্গে তিনি এও ইঙ্গিত দিয়ে রেখেছেন, আগামীদিনে আবারও টেস্ট ক্রিকেটে তাঁকে দেখতে পাওয়া যাবে।
কিন্তু, ভারতীয় নির্বাচকরা লাল বলের ফরম্যাটে রোহিত এবং বিরাটকে চাইছেন কি না, সেটা অবশ্যই দেখার বিষয়। যদিও গিলক্রিস্ট মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরও আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন রোহিত শর্মা। প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ এবং সিডনি টেস্টে জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। কারণ এই দুটো টেস্ট ম্যাচেই রোহিত খেলেননি। আপাতত বুমরাহ টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক পদে রয়েছেন। সেক্ষেত্রে রোহিতের পর তিনিই অধিনায়কত্বের যোগ্যতম দাবিদার। কিন্তু, এই বিশাল ওয়ার্কলোড সামলে তিনি কতটা নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করতে পারবেন, সেটাই আপাতত দেখার।
উল্লেখ্য, বর্ডার-গাভাসকার ট্রফির পঞ্চম টেস্ট ম্যাচে চোট পেয়েছেন জসপ্রীত বুমরাহ। সেকারণে তিনি দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। যদিও পাঁচ ম্যাচের এই সিরিজে তিনি সর্বাধিক ৩২ উইকেট শিকার করেন। সিডনির দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলিকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল।