শেষ আপডেট: 14th September 2024 17:43
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বিরাট কোহলিকে নিশ্চিতভাবে দেখতে পাওয়া যাবে। প্রায় ৮ মাস পর ফের লাল বলের ক্রিকেটে তিনি কামব্যাক করতে চলেছেন।
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেছিলেন কিং কোহলি। এরপর থেকে লাল বলের ক্রিকেটে তাঁকে আর দেখতে পাওয়া যায়নি। তবে এই ফরম্যাটে আরও একবার খেলতে নামার জন্য প্রস্তুত তিনি।
তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্য় নামতে না নামতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি রেকর্ড ভেঙে দেবেন তিনি। কী সেই রেকর্ড আসুন দেখে নেওয়া যাক।
আসলে ভারতের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার পরিসংখ্যানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টেক্কা দিতে চলেছেন বিরাট কোহলি। চেন্নাই টেস্ট ম্যাচের প্রথম একাদশে বিরাটের নাম যুক্ত হলেই সৌরভকে ছাপিয়ে যাবেন তিনি।
বিরাট এবং সৌরভ আপাতত দুজনেই ১১৩টি করে টেস্ট ম্যাচ খেলেছেন। চেন্নাই টেস্ট ম্যাচ বিরাট কোহলির জন্য ১১৪তম টেস্ট ম্যাচ হবে।
প্রসঙ্গত, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছিলেন কোহলি। শুরুর দিকে কিছুটা লড়াই করতে হলেও, ২০১১-১২ মরশুম থেকে তিনি ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন।
অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেন। লর্ডসের ঐতিহাসিক স্টেডিয়ামে অভিষেক ম্যাচেই শতরান করেন তিনি। এই সাফল্যের পর সৌরভকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
একটা সময় সৌরভ টেস্ট ক্রিকেটে ভারতের সবথেকে সফলতম অধিনায়ক ছিলেন। তাঁর অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ৪৯ ম্যাচের মধ্যে ২১টিতে জয়লাভ করেছে।
অন্যদিকে, ভারতের সবথেকে সফলতম টেস্ট ক্রিকেট অধিনায়ক হলেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ৬৮ ম্যাচের মধ্যে ৪০টিতে জয়লাভ করেছে।