শেষ আপডেট: 20th September 2024 19:30
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি শুক্রবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এক নয়া রেকর্ড কায়েম করেছেন। গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে কিং কোহলি ১২ হাজার রান পূরণ করেছেন।
ইতিপূর্বে এমন কৃতিত্ব ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং মায়েস্ট্রো শচীন তেন্ডুলকর করেছিলেন। ভারতীয় উইকেটে লাল বলের ক্রিকেটে তিনি ১৪,১৯২ রান করেছেন। তবে ক্রিকেট বিশ্বে ঘরের মাঠে ১২ হাজার রান পূরণ করার তালিকায় বিরাট পঞ্চম স্থান দখল করেছেন।
ভারতীয় উইকেটে বিরাট এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৪১৬১, ওয়ানডে ক্রিকেটে ৬২৬৮ রান এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৫৭৭ রান করেছেন।
সম্প্রতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে বিরাট অবসর গ্রহণ করেছেন। টিম ইন্ডিয়ার হয়ে তিনি এখনও পর্যন্ত ২১৯ রান করেন। প্রসঙ্গত, কিং কোহলি ৫৮.৮৪ ব্যাটিং গড়ে এই ১২,০০০ রান করেছেন। এরমধ্যে ৩৮টি সেঞ্চুরি এবং ৫৯ ফিফটি রয়েছে।
অন্যদিকে শচীন ঘরের মাঠে ২৫৮ ম্যাচ খেলেছেন। ৫০.৮২ ব্যাটিং গড়ে মোট ১৪,১৯২ রান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৪২ শতরান এবং ৭০ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।
টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি এখনও পর্যন্ত ১১৩ ম্যাচে ৮,৮৪৮ রান করেছেন। সর্বাধিক তিনি ২৫৪ রান করেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল ৪৯.১৬। ২৯ শতরান করার পাশাপাশি তিনি ৩০ ফিফটি করেছেন। ওয়ানডে ফরম্যাটে বিরাট ৯৩.৫৪ স্ট্রাইক রেটে এবং ৫৮.১৮ ব্যাটিং গড়ে মোট ১৪,৮৬৬ রান করেছেন।