শেষ আপডেট: 8th November 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের পাওয়ার কাপল হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। এই জুটিকে সকলেই পছন্দ করেন। দ্বিতীয় সন্তান জন্মগ্রহণের পর অধিকাংশ সময়ই লন্ডনে থাকেন অনুষ্কা।
কিন্তু, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিশেষ পোস্ট করেছেন এই বলি অভিনেত্রী। এই পোস্ট থেকেই জানতে পারা গিয়েছে যে বিরাট এবং অনুষ্কা আপাতত মুম্বইয়ে রয়েছেন এবং একটি রেস্তোরাঁয় তাঁরা খেতে গিয়েছিলেন।
এই ব্রাঞ্চ ডেটের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন করেছেন যে তাঁরা কী খেতে গিয়েছিলেন?
সেক্ষেত্রে বলে রাখা ভাল, মুম্বইয়ের ওই ক্যাফেতে বিরাট এবং অনুষ্কা ধোসা খেয়েছেন। এই পোস্টে খাবারের বিলের ছবিও শেয়ার করেছেন অনুষ্কা। সেখানে দেখা গিয়েছে, এক একটা ধোসার দাম ১৮০ টাকা। যদিও খাবারের মোট বিল কত হয়েছে, সেটা আঙুল দিয়ে চেপে রাখা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটিং ফর্ম নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে কোহলির রান একেবারে নজর কাড়তে পারেনি।
তিনি গোটা সিরিজে যথাক্রমে ০, ৭০, ১, ১৭, ৪ এবং ১ রান করেছেন। আর এই ব্যাটিংয়ের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের উপরেও।
মুম্বই টেস্টে টিম ইন্ডিয়ার ২৫ রানে পরাজয়ের পর আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে কিং কোহলি আট ধাপ নীচে নেমে ২২ নম্বরে এসে দাঁড়িয়েছেন। গত ১০ বছরে কোহলির কখনও এতটা অবনতি হয়নি।
প্রসঙ্গত, ২০১৪ সালের অগাস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে খারাপ পারফরম্য়ান্স করার পর কোহলি আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে নেমে গিয়েছিলেন।