শেষ আপডেট: 13th December 2024 18:33
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। আপাতত এই সিরিজ ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) এই সিরিজের তৃতীয় ম্যাচ আয়োজন করা হবে।
গাব্বায় আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট সমর্থকরা কিন্তু বিরাট কোহলির দিকে তাকিয়ে থাকবে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কোহলির ব্যাট থেকে ঝকঝকে শতরান দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু, দ্বিতীয় টেস্টে তিনি একেবারে নজর কাড়তে পারেননি।
তবে ব্রিসবেন টেস্টে কোহলির ব্যাটিং টিম ইন্ডিয়ার টেনশন বাড়াতে পারে। অস্ট্রেলিয়ার একমাত্র এই ভেন্যুতেই বিরাটের ব্যাটিং রেকর্ড একেবারে ভাল নয়।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ২০১৪-১৫ মরশুমে এই ব্রিসবেনে খেলতে এসেছিলেন। সেই ম্যাচেও তিনি জঘন্য ব্যাটিং করেন।
এই ম্য়াচের জোড়া ইনিংসে তিনি যথাক্রমে ১৯ এবং ১ রান করেছিলেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের পারফরম্য়ান্স নিয়ে সেইসময় যথেষ্ট সমালোচনা হয়েছিল।
প্রসঙ্গত, এই ব্রিসবেন ছাড়া অস্ট্রেলিয়ার বাকি প্রত্যেকটা ভেন্যুতে তিনি শতরান করেছেন। শনিবার এই রেকর্ড তিনি বদলাতে পারেন কি না, সেটাই দেখার।
চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচেও কোহলি ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেননি। সেকারণে ব্রিসবেনে রান করার জন্য তিনি আপাতত মুখিয়ে রয়েছেন।