শেষ আপডেট: 25th September 2024 15:59
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি। ক্রিকেট দুনিয়ায় আলাদা করে কোনও পরিচয়ের দরকার পড়ে না। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হবে।
আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই একাধিক রেকর্ড কায়েম করেছেন কিং কোহলি। তিনটে ফরম্যাট মিলিয়ে ২৭ হাজার রানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশাপাশি তাঁর ব্যাট থেকে ৮০ শতরান বেরিয়ে এসেছে। কিন্তু, আপনারা কি জানেন বিরাট কোহলির এক একটা ব্যাটের দাম কত? আসুন আজ এই ব্যাপারেই আলোচনা করা যাক।
কীসের উপর নির্ভর করে একটি ব্যাটের দাম? আন্তর্জাতিক ক্রিকেটে যে ব্যাটগুলো ব্যবহার করা হয়, তার দাম ওই ব্যাটের গ্রেন লাইনের উপর নির্ভর করে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহৃত ব্যাটগুলোর ওজন সাধারণত ৬ এবং ১২ গ্রেনের হয়ে থাকে।
তবে বিরাট কোহলি যে ব্যাটগুলো ব্যবহার করেন, সেগুলো ৮ এবং ১২ গ্রেনের হয়। এই ব্যাটের ওজন মোটামুটিভাবে ১.১৫ কিলোগ্রাম হয়ে থাকে। আশা করা যায়, এই ব্যাটগুলোর এক একটির দাম ৩০ হাজার টাকার কাছাকাছি হতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি এখনও পর্যন্ত ৯৩ ইনিংসে ২৬,৯৬৫ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,০০০ রানে চৌকাঠ স্পর্শ করতে কিং কোহলিকে আর মাত্র ৩৫ রান করতে হবে।
কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট যদি ৩৫ রান করেন, তাহলে তিনি নিজের রোল মডেল শচীনের রেকর্ড ভাঙতে পারেন। পাশাপাশি সবথেকে দ্রুত ২৭ হাজার রানের মালিকও হতে পারেন তিনি।
প্রসঙ্গত, শচীন ৬২৩ ইনিংসে ২৭ হাজার রান পূরণ করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত মাত্র তিনজন ক্রিকেটারই ২৭ হাজার রানের চৌকাঠ স্পর্শ করতে পেরেছেন। শচীন ছাড়া বাকি দুজন হলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা।