শেষ আপডেট: 9th February 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। কটকের বরাবাটি স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। টিম ইন্ডিয়া এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ৪৪ ওভার শেষে ইংল্যান্ড ৫ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছে। তবে সবথেকে বড় কথা, এই ম্যাচে ডেবিউ করেছেন বরুণ চক্রবর্তী। আর অভিষেক ম্যাচে তিনি একটি অনন্য ইতিহাস কায়েম করে ফেলেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ডেবিউ করেছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী।
এই ম্যাচে খেলতে নেমেই নজর কেড়েছেন বরুণ। ফিল সল্টকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তিনি। ওয়ানডে কেরিয়ারে এটাই তাঁর প্রথম উইকেট।
পাশাপাশি ওয়ানডে ডেবিউয়ে অনন্য রেকর্ড কায়েম করেছেন তিনি। রবীন্দ্র জাদেজা তাঁর মাথায় ডেবিউ ক্যাপ তুলে দেন।
৩৩ বছর বয়সে বরুণ ভারতের ওয়ানডে ক্রিকেট দলে অভিষেক করলেন। প্রসঙ্গত টিম ইন্ডিয়ার সবথেকে বেশি বয়সি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করলেন তিনি।
এই ম্যাচে বরুণ ১০ ওভারে মাত্র ৫৪ রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন। আশা করা হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের স্কোয়াডে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে।