শেষ আপডেট: 25th December 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো : আপাতত গোটা বিশ্বে টেস্ট ক্রিকেটের রাজত্ব চলছে। একদিকে, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। অন্যদিকে আবার আগামী ২৬ ডিসেম্বর থেকে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সম্প্রতি, নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজও শেষ হয়েছে।
২০২৪ সাল আপাতত বিদায়লগ্নে দাঁড়িয়ে রয়েছে। আজ এমন ৫ ব্যাটারকে নিয়ে আলোচনা করা যাক, যাঁরা টেস্ট ক্রিকেটে চলতি বছর সর্বাধিক রান করেছেন। এই তালিকায় নাম লেখাতে পারেননি ভারতের রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই পাঁচজন ক্রিকেটারের মধ্যে মাত্র একজনই ভারতীয় রয়েছেন।
১. জো রুট
ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার জো রুট ২০২৪ সালে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন। এই বছর তিনি জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রত্যেকটা টেস্ট ম্যাচ খেলেছেন। প্রসঙ্গত, ২০২৪ সালে জো রুট মোট ১৭ টেস্ট ম্যাচ খেলেন। ইতিমধ্যে তিনি ১,৫৫৬ রান করেছেন। তাঁর ব্যাট থেকে ৬ শতরান বেরিয়ে এসেছে।
২. যশস্বী জয়সওয়াল
টিম ইন্ডিয়ার তরুণ ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল এই বছরটা বেশ ভালই কাটালেন। টেস্ট ক্রিকেটে তিনি যথেষ্ট ভাল ব্যাটিং করেছেন। এখনও পর্যন্ত চলতি বছর যশস্বী মোট ১৪ ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে মোট ১,৩১২ রান বেরিয়ে এসেছে। এরমধ্যে তিনটে সেঞ্চুরি রয়েছে। যদিও এখনও একটা টেস্ট ম্যাচ খেলবেন যশস্বী। সেক্ষেত্রে জো রুটের রেকর্ড ভাঙার সুযোগ তাঁর সামনে রয়েছে।
৩. বেন ডাকেট
ইংল্যান্ডের তারকা ব্য়াটার বেন ডাকেট চলতি বছর টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন। ২০২৪ সালে তিনি মোট ১,১৪৯ রান করেছেন।
৪. হ্যারি ব্রুক
অপর ব্রিটিশ ব্যাটার হ্যারি ব্রুক এই তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছেন। এই বছর টেস্ট ক্রিকেটে তিনি ব্যাট হাতে ৫৫-র গড়ে মোট ১ হাজার রান করেন।
৫. কামিন্দু মেন্ডিস
২০২৪ সালটা কামিন্দু মেন্ডিসের জন্যও বেশ ভালই কাটল। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার এই ব্যাটার দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই বছর টেস্ট ক্রিকেটে মেন্ডিস ৯ ম্যাচে মোট ১,০৪৯ রান করেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ৭৪-এর বেশি ছিল।