শেষ আপডেট: 26th September 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: পাখি উড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেটা কতক্ষণ বা কতদিন? টানা মাসের পর মাস আকাশে উড়েই চলে একটি পাখি। কোনও বিরাম নেই। আকাশেই খায়, আকাশেই ঘুমোয়। পাখিটির নাম 'সুইফট'। গবেষণায় দেখা গিয়েছে, এই পাখিরা তিন মাসের বেশি সময় একটানা উড়তে পারে আকাশে।
গোটা ছয়মাসে একবারও তারা নেমে আসে না মাটিতে। এমনকি গাছের ডালে বসেও বিশ্রাম নেয় না। উড়তে উড়তেই আকাশে ঘুমোয়। আকাশে যে সব পোকামাকড় উড়ে বেরায়, তাদের ধরে খায় সুইফট পাখি।
১৯৫০-এর দশক থেকে বিজ্ঞানীদের মধ্যে এমন একটি ধারণা ছিল, সুইফট পাখিরা আকাশে খায় এবং আকাশেই ঘুমায়। তবে এতদিন এই নিয়ে গবেষণা হয়নি। গবেষণার পর এবার এই তথ্য সত্য বলে প্রমাণ হল।
সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখেছিলেন, এই পাখিগুলো সর্বাধিক ছয় মাসে আকাশে থাকতে পারে। তবে বর্তমান গবেষণা অনুসারে, এই রেকর্ডটি ছুঁয়ে ফেলেছে কমন সুইফট পাখিরা। কারণ একটানা দশ মাস উড়তে পারে কমন সুইফট পাখির দল।
গবেষণার জন্য ১৩টি প্রজাতির সুইফট পাখির গতিবিধির ওপর দুই বছর ধরে নজর রেখেছিলেন বিজ্ঞানীরা। তারপরে দেখা গিয়েছে, এই প্রজাতির পাখি প্রজননের পর উড়ে যায়।
কমন সুইফট পাখিগুলো ১০ মাস পর পরবর্তী প্রজননের সময় আবার তারা ফিরে আসে। বিজ্ঞানীদের মতে, ইতালিতে প্রজননকাল কাটিয়ে শীতে তারা পশ্চিম আফ্রিকায় যায়। এই যাত্রাপথেই পুরো শীত চলে যায়। এ সময় মাসের পর মাস তারা আকাশেই কাটায়।