শেষ আপডেট: 3rd October 2024 19:39
দ্য ওয়াল ব্যুরো: মুখ দেখে বয়স বুঝবেন ভাবছেন! অসম্ভব। বলিউডের 'রেখা', হলিউডের 'শাকিরা'-দের যেমন বয়স বোঝা দায়। তেমনই এই বিখ্যাত ডিজাইনারেরও। দেখুন তো চিনতে পারেন কিনা।
বয়স ৭৪, ফ্যাশন দুনিয়ার নাম ডাক কম না। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে ভিড়মি খেতে পারেন যে কেউ।
ডিজাইনার হিসেবে খ্যাতি পেয়েছেন বহু দিন আগেই। তবে এখন তিনি চর্চায় রয়েছেন নিজের শারীরিক গড়নের জন্য।
বলছি ভেরা ওয়াংয়ের কথা। তাঁর এজলেস বিউটি দেখে তাজ্জব অনেকেই। কেউই কার্যত মানতে চান না তাঁর বয়স ৭৪।
সম্প্রতি পুলের ধারে মনোকিনিতে তাঁর একটি ছবি ভাইরাল হয় নেট পাড়ায়। তারপর থেকেই শিরোনামে উঠে আসেন।
মেট গালায় রেড কার্পেটে হেঁটেও অনুগামীদের মনে ঝড় তোলেন এই ডিজাইনার।
কীভাবে এই বয়সে এমন টানটান ত্বক ধরে রেখেছেন, সেনিয়ে ওঠে প্রশ্ন। অনেকেই বলেন, সময় হার মেনেছে এই সুন্দরীর কাছে।