শেষ আপডেট: 21st December 2024 17:56
দ্য ওয়াল ব্যুরো : হাতে আর বেশি সময় বাকি নেই। ক্রমশ এগিয়ে আসছে ২০২৫ সাল। আর আগামী বছর আইপিএল টুর্নামেন্টে যে ধামাকা অপেক্ষা করছে, সেটা আর বলে দেওয়ার দরকার নেই।
এই বছর নভেম্বর মাসে সৌদি আরবের জেদ্দা শহরে আইপিএল টুর্নামেন্টের মেগা অকশন আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে সিংহভাগ ক্রিকেটারের দল বদল হয়েছে। একাধিক তরুণ তুর্কি যেমন নতুন ফ্র্যাঞ্চাইজির ছাতায় আশ্রয় নিয়েছে, তেমনই অনেক ক্রিকেটার দাঁড়িয়ে রয়েছেন অবসরের দোরগোড়ায়। অনেকেই মনে করছেন, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের পর তাঁরা অবসর গ্রহণ করতে পারেন। আসুন, তেমনই ৫ ক্রিকেটারকে নিয়ে আলোচনা করা যাক।
রোহিত শর্মা
আইপিএল টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ক হলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে। বয়সের কথা মাথায় রেখে এটাই তাঁর বিদায়ী আইপিএল মরশুম হতে পারে।
ইশান্ত শর্মা
ভারতীয় ক্রিকেট দল হোক কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এই দীর্ঘকায় ফাস্ট বোলার নিজের একটা আলাদা ছাপ তৈরি করতে পেরেছেন। অনেকেই মনে করছেন, এটা ইশান্তের ফাইনাল সিজন হতে পারে। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট সমর্থকরা অগাধ অভিজ্ঞতা এবং আক্রমণাত্মক বোলিং অবশ্যই মিস করবে।
অজিঙ্কা রাহানে
মিডল অর্ডারে অজিঙ্কা রাহানে বরাবরই বেশ ভরসার নাম। আইপিএল টুর্নামেন্টে তিনি একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্ট তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষপর্যন্ত কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নেয়। রোহিতের মতো রাহানেও বয়সের কারণে এই আইপিএল টুর্নামেন্টের পর অবসর গ্রহণ করতে পারেন।
ফাফ ডু প্লেসি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের প্রাক্তন অধিনায়ক। ওপেনার হিসেবেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটার। এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ছেড়ে দিয়েছে। তাঁর ফিটনেস সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে আগামী মরশুমের পর তিনিও অবসর গ্রহণ করতে পারেন।
মহেন্দ্র সিং ধোনি
চেন্নাই সুপার কিংস দলের মেরুদণ্ড বলা যেতেই পারে মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএল টুর্নামেন্টের একজন কিংবদন্তি ক্রিকেটার। বিগত কয়েকবছর ধরেই তাঁর আইপিএল অবসরের জল্পনা করা হচ্ছে। যদিও প্রতিবারই তিনি সেই জল্পনায় জল ঢেলে দেন। ইতিমধ্যে দলের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, আগামী মরশুমের পরই তিনি অবসর গ্রহণ করতে পারেন।