ঋষভ পন্থ
টিম ইন্ডিয়ার বিস্ফোরক উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে রিলিজ করেছে দিল্লি ক্যাপিটালস। তিনি এই দলের অধিনায়ক ছিলেন। বর্তমানে তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। ২০২২ সালের শেষদিকে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। কিন্তু, ২২ গজে ফেরার পর আবারও তাঁর সেই পুরনো ফর্ম দেখতে পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে, প্রতিটা ফ্র্যাঞ্চাইজিই তাঁকে দলে পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে পারে।
জস বাটলার
ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক তথা ব্যাটিং পাওয়ার হাউস টি-২০ ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করছেন। বাটলারের বিধ্বংসী ব্যাটিং এবং অভিজ্ঞতা যে কোনও দলের কাছেই মহামূল্যবান সম্পদ। আইপিএল টুর্নামেন্ট হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট তিনি সবসময়ই সংবাদ শিরোনামে থাকেন। এবারের আইপিএল টুর্নামেন্টে তাঁর জন্য টাকার বৃষ্টি হতেই পারে।
কেএল রাহুল
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ব্যাটার হলেন কেএল রাহুল। সম্প্রতি তাঁর সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। লখনউ সুপার জায়ান্টের অধিনায়ককে ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। শোনা যাচ্ছে, রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু দলে তিনি যোগ দিতে পারেন। তবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মতো ফ্র্যাঞ্চাইজি তাঁর দিকে হাত বাড়াতে পারে। অধিনায়ক হিসেবে তাঁর অভিজ্ঞতা যে কোনও দলই কাজে লাগাতে পারে। পাশাপাশি দলের টপ অর্ডারকে আরও শক্তিশালী করতে পারেন রাহুল।
ফিল সল্ট
ইংল্যান্ড ক্রিকেট দলের বিধ্বংসী ব্যাটার ফিল সল্ট। টি-২০ ব্যাটিংয়ে তাঁর যথেষ্ট নামডাক রয়েছে। যদি কোনও ফ্র্যাঞ্চাইজি তরুণ এবং ইমপ্যাক্ট ক্রিকেটারের লক্ষ্যে হাত বাড়াতে চান, তাহলে অবশ্যই সল্টকে টার্গেট করতে পারেন। একটু মজা করে বলতে গেলে, সল্ট বিপক্ষ দলের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে পারেন। সেক্ষেত্রে আইপিএল নিলামে তাঁর দাম আকাশছোঁয়া হতে পারে।
শ্রেয়স আইয়ার
আইপিএল টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারের রেকর্ড একেবারে নজরকাড়া। এবারের আইপিএল মেগা নিলামে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির নজরে থাকবেন তিনি। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে তাঁর নেতৃত্বেই কেকেআর ব্রিগেড খেতাব জয় করেছিল। ২০২০ সালে দিল্লি ক্যাপিটাল এই শ্রেয়সের ক্যাপ্টেন্সিতেই ফাইনালে উঠেছিল। ফলে তিনি যে প্রতিটা ফ্র্যাঞ্চাইজির চোখের মণি হয়ে থাকবেন, তা বলাই বাহুল্য।