শেষ আপডেট: 17th January 2025 20:49
দ্য ওয়াল ব্যুরো : গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জয় করেছিল। এবারও তারা ট্রফি নিজেদের কাছে রাখতেই মরিয়া। ২১ ক্রিকেটার নিয়ে তারা নিজেদের স্কোয়াড তৈরি করেছে। এই দলে লুকিয়ে রয়েছেন এমন ৫ 'ছুপা রুস্তম' যাঁরা আগামীদিনে কেকেআর ব্রিগেডের ট্রাম্প কার্ড হতে পারেন। আসুন, জেনে নেওয়া যাক।
২০২৫ আইপিএল টুর্নামেন্টের জন্য কেকেআর ৬ ক্রিকেটারকে রিটেন করেছে। এরপর মেগা নিলাম অনুষ্ঠানে তারা মোট ১৫ ক্রিকেটারকে দলে নিয়েছে। আমরা আজ সেই ৫ ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব, যাঁরা ২০২৪ আইপিএল টুর্নামেন্টের 'নাইট' হয়ে উঠতে পারেনয।
অজিঙ্কা রাহানে
ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার চেন্নাই সুপার কিংস ছেড়ে এবার কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন। যে কোনও সময় তিনি ম্যাচের রং বদলাতে পারেন। দেড় কোটি টাকার বিনিময়ে রাহানেকে দলে নিয়েছে কলকাতা। ইতিপূর্বেও তিনি কয়েক বছর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।
কুইন্টন ডি কক
দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক'কে ৩.৬০ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ইতিপূর্বে, তিনি লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে খেলেছিলেন। উইকেট কিপিংয়ের পাশাপাশি তিনি ধামাকাদার ব্যাটিংও করেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে তিনি কেকেআর ব্রিগেডের সবথেকে বড় ট্রাম্প কার্ড হতেই পারেন।
রোভম্যান পাওয়েল
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকে কেকেআর মেগা অকশনে দেড় কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। পাওয়েলের দুর্দান্ত ব্য়াটিং নিয়ে আর আলাদা করে বলার দরকার নেই। যে কোনও সময় তিনি ব্যাট হাতে বিপক্ষ দলকে ব্যাকফুটে ঠেলে দিতে পারেন। পাশাপাশি বল হাতেও তিনি যথেষ্ট দক্ষ।
উমরান মালিক
আইপিএল ইতিহাসে সবথেকে বেশি গতিতে বল করার রেকর্ড জম্মু-কাশ্মীরের পেস বোলার উমরান মালিকেরই রয়েছে। এবার তিনি হায়দরাবাদ না, বরং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। আশা করা যায়, উমরানের গতি কলকাতা নাইট রাইডার্সের কাছে মিচেল স্টার্কের অভাব পূরণ করতে পারবে।
স্পেনসার জনসন
অস্ট্রেলিয়ার তরুণ পেস বোলার স্পেনসার জনসনের প্রতিভা সম্পর্কে গোটা ক্রিকেট বিশ্ব যথেষ্ট পরিচিত। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটা ক্রিকেট লিগ খেলে ফেলেছেন। আশা করা যায়, কলকাতা নাইট রাইডার্সের হয়েও তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করতে পারবেন। এর পাশাপাশি কয়েকটা ম্য়াচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও তাঁকে খেলানো যেতে পারে।