শেষ আপডেট: 9th October 2024 17:15
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর ছুটিতে এদিক ওদিক ঘুরতে যান বহু মানুষ। ফলে অন্যান্য সময়ের তুলনায় এই সব উৎসবের মরশুমে লোক থিকথিক করে কলকাতা বিমানবন্দরে। ফ্লাইট ধরতে গিয়ে যদি এমন বৃহদাকার কিছু চোখে পড়ে, যা আগে দেখা যায়নি। হইচই তো হবেই। ঠিক তাই হল মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে। কেন?
দেখতে ডলফিনের মতো। আকার বিরাট। এ হল কার্গো বিমান। বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান। মঙ্গলবার অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। আগে কখনও এমন বিমান অনেকেই দেখেননি। তাই স্বভাবতই হইচই পড়ে যায়।
বেলুগা এক্সএল। এটি হল বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস। বেলুগা এসটি সিরিজের আপগ্রেড ভার্সন। আগে এসটি সিরিজের বিমান কলকাতায় অবতরণ করলেও এক্সএল এই প্রথম।
মঙ্গলবার বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে এই বিমান। টুলুজ এয়ারবাস ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। সেখান থেকেই কিছু সরঞ্জাম নিয়ে চিনের তিয়ানজিনে যাচ্ছিল এটি। মাঝে বিশ্রামের জন্য কলকাতা বিমানবন্দরে নামে।
বিশাল আকৃতির বিমান, পূর্ব ভারতে অবতরণের জন্য কলকাতা বিমানবন্দরই উপযুক্ত। তাই এই বিমানবন্দরকেই বেছে নেওয়া হয়।
৬৩.১ মিটার লম্বা বেলুগা এক্সএলের আকার। দু'টি উইংসের দৈর্ঘ্য ৬০.৩ মিটার। পেলোড ক্ষমতা ৫১ টন। কার্গো হোল্ড এতটাই বড় যে দু'টি এথ্রি৫০ উইং নিয়ে অনায়াসে উড়তে পারে।
মূলত বিমানের উইংস ও ফিউজেলেজ বেলুগা এক্সএল করে নিয়ে যাওয়া হয়। সাধারণ কার্গো বিমানে যে সব জিনিস ধরে না তা ধরে যায় বেলুগা এক্সএলে।