সংগৃহীত ছবি
শেষ আপডেট: 10th February 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: আর কয়েকদিন পরই ভ্যালেন্টাইনস ডে। ভালবাসার সপ্তাহের একদম মাঝে চলে এসেছি আমরা। সেলিব্রেশন চলছে বিশ্বজুড়ে। আজ টেডি ডে। শৈশব মনে করিয়ে দিতে বা মিষ্টি টেডি দিয়ে সঙ্গীকে বা কাছের বন্ধুকে খুশি করতে পারেন আপনিও। হরেক রকমের টেডি পাওয়া যায় বাজারে, রঙেরও বাহারের শেষ নেই। কাকে কোন রঙের টেডি দিতে পারেন, কোন রং কী বার্তা দেবে, জেনে নিন।
লাল টেডি বিয়ার
ভ্যালেন্টাইনস উইকে লালে লাল ব্যাপার। লাল মানেই রোম্যান্স, ভালবাসা, প্যাশনের প্রতীক। তাই আজ যদি সঙ্গীকে সবচেয়ে স্পেশাল কোনও টেডি উপহার দিতে চান, তাহলে লালের বিকল্প আর কিছু হতে পারে না।
পিঙ্ক টেডি
সঙ্গীকে কতোটা ভাল লাগে, তাঁর প্রতি আপনি কতোটা স্নেহশীল তা বোঝাতে বেছে নিতে পারেন পিঙ্ক রঙের টেডি বিয়ার। কোনও মহিলাকে যদি উপহার দিতে চান, তাহলে পিঙ্ক রং তো দিতেই পারেন।
সাদা রঙের টেডি বিয়ার
সাদা রং সম্প্রীতি, শান্তি ও শুদ্ধতার প্রতীক। তাই কাউকে এই বিশেষ দিনে উপহার দিতে চাইলে সাদা রঙের টেডি বিয়ার দিতে পারেন। কোনও সম্পর্ক যদি শুরুর পর্যায়ে থাকে, শুরু করতে চান এমন হয় তাহলেও সাদা রঙের টেডি দেওয়া যেতে পারে।
কমলা রঙের টেডি
সৃজনশীলতা ও হ্যাপিনেসের প্রতীক কমলা। এই রঙের টেডি যে কাউকে দিলে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে এই রঙের টেডি উল্টোদিকের মানুষকে এক সদর্থক বার্তা দেবে।
নীল রঙের টেডি
আকাশ ও জলের রং নীল। কথায় আছে এই রং সত্যতা ও আত্মবিশ্বাসের প্রতীক। বন্ধু থেকে সঙ্গী যে কাউকে দেওয়া যেতে পারে নীল রঙের টেডি।
হলুদ রঙের টেডি
অন্যতম জনপ্রিয় এই রং অনেকেরই ভাল লাগে। হলুদ রঙের একাধিক শেড পাওয়া যায়। দেখতে তো ভালই লাগে কিন্তু বার্তা দেয় অন্যরকম। কারও প্রতি কোনও ইমোশন নেই বা ভাল লাগা নেই বোঝাতে গেলে এই রঙের টেডি দেওয়া হয়। ফলে হলুদ টেডি দেওয়ার আগে ভেবে চিন্তে দেওয়া উচিত।
বেগুনি রঙের টেডি
বেগুনি রঙের টেডিও ভীষণ মিষ্টি হয় দেখতে। ইমোশনাল বন্ড বোঝাতে এই রঙের টেডি দেওয়া যেতে পারে।
খয়েরি রঙের টেডি
খুবই কমন রং। প্রচুর পাওয়া যায়। পাশে থাকা, দায়িত্ব নেওয়া ও নিরাপত্তা দেওয়া বোঝায়। এই রং আবার ভাঙা হৃদয়ের প্রতীক। তাই হলুদের মতো এই রঙের টেডি কাউকে দিলে বুঝে দেওয়া ভাল।