শেষ আপডেট: 1st November 2024 14:38
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত দেশের শীর্ষ অর্থনীতিবিদ বিবেক দেবরায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। আজ, শুক্রবার সকালে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বাংলা থেকেই শুরু হয়েছিল তাঁর দিল্লি যাত্রা। পড়াশোনা কলকাতাতে।
অর্থনীতি তো বটেই, ইতিহাস, সংস্কৃতী, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক বিষয়ে পারদর্শী ছিলেন বিবেক দেবরায়।
জন্ম হয়েছিল শিলংয়ের এক বাঙালি পরিবারে। তাঁর আদি বাড়ি বাংলাদেশের সিলেটে। বিবেক দেবরায়ের দাদু সেখান থেকেই শিলংয়ে এসে থাকা শুরু করেন।
তাঁর ছোটবেলা শিলংয়ে কাটলেও একটু বড় হয়ে পড়াশোনা করতে চলে আসেন কলকাতায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতী ছাত্র বিবেক এরপর পড়েন কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। তারপর দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে।
উচ্চ শিক্ষার জন্য বিদেশেও যান বিবেক দেবরায়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত নীতি আয়োগের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
২০১৫ সালে ভারত সরকারের এই পদে যোগ দেওয়ার আগে এই ব্যক্তি পুণের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স এবং ইকনমিক্সের চ্যান্সেলার পদে কাজ করেছেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রধান পদাধিকারীও ছিলেন তিনি।
সরকারি একাধিক সিদ্ধান্তে তাঁর মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 'এক দেশ, এক ভোট'-এর পক্ষে সওয়াল করেছিলেন গতবছর। সংবিধান নিয়েও মত দেন। ভারতীয় সংবিধান পুরোপুরি পাল্টানো সম্ভব নয়, এমনই জানিয়েছিলেন তিনি।