শেষ আপডেট: 7th April 2022 05:57
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা সবসময়ই চর্চায়। হয় তাঁদের নিয়ে বিতর্ক চলছে, নয়তো চলছে হাসাহাসি। আবার বিদ্বেষেরও শিকার তাঁরা। কিন্তু এসবে তাঁদের কিছু যায় আসে না। তাঁরা নিজেরা নিজেদের প্রেমের উদযাপনে অটল। সর্বদাই তাঁদের দেখা যায় প্রেমের সাজে, শোনা যায় প্রেমের কথায়। নিজেদের প্রেম নিয়ে চর্চায় রাখতেই যেন ভালবাসেন তাঁরা। এবার তাঁদের দেখা গেল কাশ্মীরে। বরফে মোড়া ভূস্বর্গে আনন্দে ঘুরে এসেছেন তাঁরা। তাঁদের সেইসব ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁরা আর কেউ নয়, বাঙালির একাংশের কাছে প্রেমের আইকন হয়ে ওঠা শোভন-বৈশাখী (Sovan Baisakhi)।
শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Sovan Baisakhi) সঙ্গে কাশ্মীরে (The Kashmir Files) গিয়েছিল তাদের কন্যা মেহুলও। গুলমার্গ থেকে টিউলিপ গার্ডেন জুড়ে দারুণ আনন্দ করেছেন তাঁরা। অনেকে বলছেন, দ্য ওয়ালের ফ্যাশন ফোটো শ্যুটে 'মমচিত্তে নিতি নৃত্যে' গানের সঙ্গে নেচে তাঁরা যে আলোড়ন ফেলে দিয়েছিলেন, তার পর থেকেই তাঁদের প্রেমের গাড়ির দৌড় আরও গতি নিয়েছে। এবার কলকাতার আনাচকানাচে ঘুরে প্রেম করার দিন শেষ, এখন তাঁরা লিখেছেন 'কাশ্মীর ফাইলস'।