শেষ আপডেট: 23rd October 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর মোট ১২টি দেশে স্নো লেপার্ড পাওয়া যায়। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সব দেশেই কমছে স্নো লেপার্ডের সংখ্যা। যা নিয়ে চিন্তিত বনপ্রাণি সংরক্ষণ টিমগুলি। স্নো লেপার্ড বাঁচাতে ও এই প্রজাতির লেপার্ডের সংখ্যা বাড়াতে ১১ বছর আগে শুরু হয় স্নো লেপার্ড ডে পালন করা। আজ ১১তম বর্ষে এর থিমও সেই সংরক্ষণই। থিমের নাম 'ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্নো লেপার্ড প্রজাতিকে বাঁচানো।'
১২টি দেশের মধ্যে আমাদের দেশ অন্যতম। তথ্য বলছে, আমাদের দেশে জানুয়ারি, ২০২৪ পর্যন্ত স্নো লেপার্ডের সংখ্যা ৭১৮টি।
এদেশে স্নো লেপার্ড সবচেয়ে বেশি পাওয়া যায় লাদাখে। ৭১৮টির মধ্যে ৪৭৭টি লাদাখেই রয়েছে।
সংখ্যার নিরিখে এরপরই রয়েছে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, সিকিম ও জম্মু-কাশ্মীর।
এদিকে স্নো লেপার্ডের দেখা মিলতে পারে আমাদের রাজ্যে। দার্জিলিঙের চিড়িয়াখানা গেলেই ধবধবে সাদা চিতার সঙ্গে সাক্ষাৎ হতে পারে। স্নো লেপার্ডের ক্যাপটিভ ব্রিডিংয়ে বিশ্বের সেরা চিড়িয়াখানা দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কই।
গত ৩০ বছর ধরে দক্ষিণ এশিয়ায় একমাত্র দার্জিলিঙের এই চিড়িয়াখানাতেই সাফল্যের সঙ্গে ৭৭টি স্নো লেপার্ডের জন্ম হয়েছে। তার মধ্যে গত বছরই ছয়টি।
কয়েক মাস আগেও ছয়টি স্নো লেপার্ড জন্মায় এখানে। আসলে, একমাত্র দার্জিলিং চিড়িয়াখানাতেই সবচেয়ে বেশি কৃত্রিম প্রজননে জন্ম নেওয়া স্নো লেপার্ড রয়েছে।