শেষ আপডেট: 1st January 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দল আপাতত অস্ট্রেলিয়া সফরে রয়েছে। এই সফরে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে গিয়েছেন শুভমান গিল।
এখনও পর্যন্ত শুভমান ২ ম্য়াচে খেলার সুযোগ পেলেও, সেভাবে নজর কাড়তে পারেননি। সিরিজের চতুর্থ ম্য়াচে তাঁকে ড্রপ করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, আগামী আইপিএল মরশুমে গুজরাট টাইটান্স তাঁর থেকে অধিনায়কত্ব কেড়ে নিতে পারে।
সম্প্রতি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি টুইট পোস্ট করা হয়েছে। তারপর থেকে জল্পনা শুরু হয়েছে, শুভমানকে নাকি অধিনায়কের পদ থেকে সরানো হতে পারে। আসুন, গোটা বিষয়টা জেনে নেওয়া যাক।
২০২৪ সালে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছিলেন শুভমান গিল। কিন্তু, তাঁর অধিনায়কত্বে দল খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। ইতিমধ্যে, গুজরাট টাইটান্সের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি টুইট ভাইরাল হতে শুরু করেছে।
এই পোস্টে শুভমানকে নয়, বরং দেখতে পাওয়া যাচ্ছে রশিদ খানকে। ২০২৫ আইপিএল নিলামের আগে রশিদ খানকে সবথেকে বেশি ১৮ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল গুজরাট টাইটান্স। মনে করা হচ্ছে, রশিদের হাতেই অধিনায়কত্ব তুলে দেওয়া হবে।
২০২৪ আইপিএল নিলামের ঠিক আগে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স ছেড়ে আচমকাই মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। এরপর হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবেও নির্বাচন করা হয়। হার্দিক দায়িত্ব ছাড়ার পর শুভমান গিলকে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছিল।
যে ক্রিকেটারদের রিটেন করেছে গুজরাট টাইটান্স
রশিদ খান - ১৮ কোটি টাকা
শুভমান গিল - ১৬.৫০ কোটি টাকা
সাই সুদর্শন - ৮.৫০ কোটি টাকা
শাহরুখ খান - ৪ কোটি টাকা
রাহুল তেওয়াটিয়া - ৪ কোটি টাকা