শেষ আপডেট: 1st October 2024 18:46
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ-সলমন কারও সঙ্গে সিনেমা করেননি। প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন। তারপরে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। এখন তিনি প্রথম সারির নায়িকা।
শুরুটা কিন্তু এত সহজ ছিল না। কথা হচ্ছে শ্রদ্ধা কাপুরের। আজ যাকে বড় পর্দায় বক্স অফিস কাঁপাতে দেখা যায়, তিনি একটা সময় কফি শপেও কাজ করেছেন।
এবার মনে হতেই পারে শ্রদ্ধা তো তারকা-কন্যা। শক্তি কপূরের কন্যা হয়ে কী করে এমন সময়ের মধ্যে দিয়ে যেতে হল তাঁকে? আশি থেকে নব্বইয়ের দশকের মধ্যে খলনায়কের চরিত্রের পাশাপাশি কৌতুকাভিনেতার চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন শক্তি কাপুর।
বলিউডে শক্তি কাপুরের জনপ্রিয়তা কম ছিল না। তাঁর কন্যা শ্রদ্ধা কপূরও বর্তমানে বলিউডের খ্যাতনামী অভিনেত্রীদের মধ্যে অন্যতম। উচ্চশিক্ষার জন্য মুম্বই ছেড়ে আমেরিকার বস্টন চলে যান শ্রদ্ধা। সেখানে থেকেই পড়াশোনা করেন। বস্টনে থাকাকালীন হাতখরচ জোগাড় করতে সেখানকার কফি শপে কাজ করেছিলেন তিনি।
শুধুই য়ে পড়াশোনা তা কিন্তু নয়, তার পাশাপাশি গানবাজনার দিকেও আগ্রহ ছিল তাঁর। ছোটবেলা থেকেই অভিনয় করতে চেয়েছিলেন। অভিনয়ের প্রতি আগ্রহ ছিল বলে কলেজে পড়াকালীন নাটকেও অংশগ্রহণ করতেন শ্রদ্ধা।
একটি সাক্ষাৎকারে শ্রদ্ধা জানান, তিনি যখন কলেজে থাকাকালীন নাটকে অভিনয় করেছিলেন তখন তাঁর পারফর্ম্যান্স দেখেছিলেন সলমন খান। তাঁর সঙ্গে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন শ্রদ্ধাকে। সেই সময় শ্রদ্ধার বয়স ছিল ১৬ বছর। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন নাকিয়া।