শেষ আপডেট: 5th December 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটার তথা 'গব্বর' নামে খ্যাত শিখর ধাওয়ান বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৩৯ বছর বয়সে পা দিলেন। প্রায় ১০ বছর তিনি টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন। ক্রিকেটের তিনটে ফরম্যাটেই তাঁর ব্যাট থেকে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছে।
চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর। কিন্তু, তাঁর ধামাকাদার পারফরম্য়ান্স আজও ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয়ে উজ্জ্বল হয়ে রয়েছে। ২০১৩ সালটা তাঁর কেরিয়ারের গুরুত্বপূর্ণ মাইলস্টোন তৈরি করেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ব্যাট থেকে সর্বাধিক রান বেরিয়ে এসেছিল।
শিখরের এই পারফরম্য়ান্সের দৌলতেই টিম ইন্ডিয়া খেতাব জয় করেছিল। আজকের এই বিশেষ দিনে আমরা এই ভারতীয় ব্যাটারের এমন একটি বিশ্বরেকর্ড নিয়ে আলোচনা করব, যেটা অভিষেক ম্য়াচেই তিনি কায়েম করেছিলেন।
সালটা ছিল ২০১৩। ১৬ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে তিনি ১৭৪ বলে ১৮৭ রান করেছিলেন। ইতিমধ্যে মাত্র ৮৫ বলেই তিনি নিজের শতরান পূরণ করে ফেলেছিলেন।
এই ইনিংসে ধাওয়ান ৩৩ বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকিয়েছিলেন। প্রথম উইকেটে তিনি মুরলি বিজয়ের সঙ্গে ২৮৯ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। শিখরের এই সেঞ্চুরি একারণেই স্পেশাল যে টেস্ট ডেবিউয়ে দ্রুততম শতরান করেন।
এই তালিকায় শিখর ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন স্মিথকে পরাস্ত করেন। স্মিথ ৯৮ বলে শতরান করেছিলেন। শিখরের এই ইনিংসের দৌলতে টিম ইন্ডিয়া ৬ উইকেটে ম্যাচটা জিতেছিল।
ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং ডিপার্টমেন্টে শক্তিশালী স্তম্ভ ছিলেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৩৪ টেস্ট ম্য়াচে তিনি মোট ২,৩১৫ রান করেন। এরমধ্যে তিনি সর্বাধিক ১৯০ রান করেন। ইতিমধ্যে তিনি সাতটি শতরান করেন।
পাশাপাশি তিনি ১৬৭ ওয়ানডে ম্য়াচে ৬,৭৯৩ রান করেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৪৪.১১। এর পাশাপাশি ৬৮ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে তিনি ১,৭৫৯ রান করেন। এই ফরম্যাটে তিনি একটাও সেঞ্চুরি করতে পারেননি।