শেষ আপডেট: 22nd October 2024 18:42
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্য়াচটা বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৮ উইকেটে হেরে গেলেও, ভারতের তরুণ ব্যাটার সরফরাজ খানের ব্যাটিং পারফরম্য়ান্স সকলের নজর কেড়েছিল। দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে তিনি ১৫০ রান করেন। ২২ গজের পারফরম্য়ান্সের মতোই সরফরাজের 'প্রেমের কাহিনী'ও যথেষ্ট রোমাঞ্চকর। বোনের বান্ধবীকেই সটান দিয়েছিলেন প্রেম প্রস্তাব। তারপর? পরের গল্পটুকু জানতে আপনাকে বাকিটা পড়তেই হবে।
সরফরাজ খান প্রথমে ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ পারফরম্য়ান্স করেন। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের হয়ে ব্যাট হাতে তাণ্ডব করছেন তিনি। তবে তাঁর লভ-লাইফ সিনেমার চিত্রনাট্যের থেকে কোনও অংশে কম নয়।
সরফরাজ খানের স্ত্রী'র নাম রোমানা জহুর। জম্মু-কাশ্মীরের শোপিয়ান শহরের বাসিন্দা তিনি। সরফরাজের সঙ্গে রোমানার যখন প্রথমবার দেখা হয়, সেই সময় তিনি দিল্লিতে বিএসসি পড়ছিলেন।
সরফরাজের তুতো-বোন রোমানার বিএসসি ব্যাচমেট ছিলেন। সরফরাজ এবং রোমানার মধ্যে ওই বোনই যাবতীয় সম্পর্ক তৈরি করেছিলেন।
সরফরাজের সঙ্গে প্রথমবার দেখা করতে রোমানার মা-বাবা এবং বোন দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে এসেছিলেন। প্রথম সাক্ষাতেই এই ভারতীয় ক্রিকেটার রোমানার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন।
২০২৩ সালের ৬ অগাস্ট সরফরাজ খান এবং রোমানা জহুর বিয়ে করেন। ২০২৪ সালে টেস্ট ডেবিউ করেন সরফরাজ। অভিষেক ম্য়াচেই হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। স্বামীর সাফল্যে রোমানা স্টেডিয়ামে দাঁড়িয়ে খুব হাততালি দিয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল।