শেষ আপডেট: 14th December 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচটি ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হয়েছে। তবে এই ম্যাচ চলাকালীন আচমকাই গ্যালারিতে দেখতে পাওয়া গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকে। ইতিমধ্যে সেই ছবি ভাইরালও হয়েছে।
স্ট্যান্ড থেকেই ভারতীয় ক্রিকেট দলকে চিয়ার করছিলেন সারা তেন্ডুলকর। তাঁর ঠিক পিছনেই বসেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার জাহির খান এবং হরভজন সিং।
যদিও প্রথম দিন এখনও পর্যন্ত খুব একটা বেশি খেলা হয়নি। বৃষ্টির কারণে অনেকটা সময়ই নষ্ট হয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনও আকাশের মুখ এমনই ভার থাকবে।
ইতিপূর্বে, সারা তেন্ডুলকর এবং শুভমান গিলের মধ্যে একটি প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁরা নাকি একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। হামেশাই বিভিন্ন পার্টিতে তাঁদের একসঙ্গে দেখাও যেত। তৃতীয় টেস্ট ম্য়াচ চলাকালীন আচমকা সচিন কন্যাকে দেখার পর সেই গুঞ্জনেই ফের হাওয়া লাগতে শুরু করেছে।
তবে এটাই প্রথমবার নয় যে সারা ভারতের খেলা দেখতে, বলা ভাল শুভমানের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হলেন। ২০২৩ বিশ্বকাপেও মহারাষ্ট্র লেগে তাঁকে স্টেডিয়ামে দেখতে পাওয়া গিয়েছিল।
অনেকেই বলেন যে সারা নাকি শুভমানের লাকি চার্ম। সারার উপস্থিতিতে অতীতেও শুভমান ভাল পারফরম্য়ান্স করেছে। ২০২৩ বিশ্বকাপে শুভমান ব্যাট হাতে খুব একটা ভাল পারফরম্য়ান্স করেননি। গোটা টুর্নামেন্টে তিনি মোট ৩৫৪ রান করেছিলেন। এরমধ্যে চারটে হাফসেঞ্চুরি ছিল। তবে দুটো এসেছিল মহারাষ্ট্র লেগেই।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, পুনের MCA স্টেডিয়ামে শুভমান একটি ঝকঝকে ৫০ রান করেন। সেইসময় স্টেডিয়ামে সারাও উপস্থিত ছিলেন। এছাড়া ওয়াংখেড়ে স্টেডিয়ামেও শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্য়াচে শুভমান দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।